পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা নানাস্থানে ঘুরিয়া বেড়াইতে হইত ; এক্ষণে গবর্ণমেন্ট এই বাড়ীটি নির্মাণ করায় সে দুঃখ দূর হইয়াছে। s এখান হইতে সকলে প্রেসিডেন্সি কলেজের মধ্যে প্রবেশ করিলেন এবং বরুণ কহিলেন, “পূৰ্ব্বে হিন্দু কলেজ নামে একটী কলেজ ছিল। ঐ কলেজে । হিন্দু ছাত্র ভিন্ন অপর জাতি অধায়ন করিতে পাইত না । সেই সময়ে বিদ্যালয়টিতে কলেজ ও স্কুল জুট বিভাগ ছিল । স্কুল বিভাগে জুনিয়ার ছাত্রবৃত্তি পরীক্ষা পর্যন্ত শিক্ষা দেওয়া হইত। এক্ষণে ঐ পরীক্ষাকে এন্টান্স বা প্রবেশিকা পরীক্ষা কহে। ঐ পরীক্ষায় উত্তীর্ণ হইলে বালকের কলেজে পড়িত। সেই সময়ে কেহ বেতন দিয়! কলেজে পড়িবার ইচ্ছা করিলেও লওয়া হইত। কিন্তু ক্রমে ক্রমে মুসলমান ও অপরজাতীয় ছাত্র-সংখ্যা এত বৃদ্ধি হইতে লাগিল যে, শিক্ষাবিভাগের কর্তৃপক্ষগণ বিবেচনা করিয়া দেখিলেন, হিন্দু কলেজ নাম রাখিলে হিন্দু ভিন্ন অপর ছাত্র লওয়া যাইবে না। অতএব কলেজটকে দুই ভাগে বিভক্ত করা হউক, তাহ হইলে উভয় জাতিরই পাঠ করিবার অধিকার জন্মিবে। র্তাহার এইরূপ স্থির করিয়া স্কুলটার হিন্দু স্কুল নাম রাখিলেন এবং কলেজটির নাম প্রেসিডেন্সি কলেজ রাখিয়া পৃথক করিয়া ফেলিলেন। এক্ষণে কলেজে সকল শ্রেণীর বালকের পাঠাতুমতি হইয়াছে ; কেবল হিন্দুস্কুলে হিন্দু ছাত্র ভিন্ন অপর ছাত্র লওয়া হয় না। হিন্দুকলেজ ১৮১৭ অব্দের ২৩শে জানুয়ারী গরাণহাটার গোরাচাদ বসাকের বাটীতে প্রথম সংস্থাপিত হয় । ব্ৰহ্মা। প্রেসিডেন্সি কলেজের সকল শিক্ষকই কি ইংবাজ ? পূৰ্ব্বে তাই ছিল বটে, এক্ষণে অধিকাংশ বাঙ্গলী আছেন। বাঙ্গালীদিগের মধ্যে ভাক্তার পি, কে, রায় অর্থাৎ প্রসন্নকুমার রায় প্রধান।* ব্ৰহ্মা । তুমি প্রসন্নকুমারের বিষয় বল । বরুণ । ইনি ১৮৪৯ অব্দে ঢাকা নগরের সন্নিকটস্থ শুভাত্য নামক গ্রামে জন্মগ্রহণ করেন এবং ঢাকা পোগোস স্কুল হইতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন । ইহার কিছু দিন পরে ইনি ঢাকার সঙ্গত সভায় প্রবিষ্ট হুইয়া ব্রাহ্মধর্শ্ব গ্রহণ করায় সমাজচ্যুত হয়েন । ইহার পর ইনি ঢাকা কলেজ হইতে এফ, এ, পরীক্ষায় উত্তীর্ণ হন । তৎপরে গিলক্ৰাইষ্ট পরীক্ষা দিয়া উত্তীর্ণ হন ও বৃত্তি লইয়া

  • কয়েক বৎসর হইল ডাক্তার পি, কে, রায় পেন্সন লইয়াছে —সম্পাদক ।

金為為