পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাত৷ এবং দাড়ি রাখাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদিগের প্রধান চিহ্ন হইয়াছে। অনেকে মনে করে, দাড়ি রাখিলে সন্মান বৃদ্ধি হয় এবং দাড়ি নাড়িয়া ইংরাজী বলিলে সাহেব-সাহেব দেখায়। তাহাদের মনে সংস্কার আছে—দাড়ি থাকিলে, পেটে কিছু থাকু বা না থাক, লোকে মনে করে পেটে বিস্কার জাহাজ পূরিয়াছে এবং তজেন্তই মুখে পাইলন্ধপ দাড়ি বিরাজ করিতেছে। * উপ । দাড়ি রাখিলে এই হয়—নাপিত বেটার অঙ্গুল মটকে আশীৰ্ব্বাদ করে এবং বোকা পাটার দলে মিশিবার জন্য অগ্রসর হয়। ভাল বরুণ-কাক, তুমি ব'ল্পে বিশ্বানেরা আজ কাল কাল দাড়ি রাখে ; কিন্তু পেটে বোমা মারিলে কোক করে না—এমন সব লোকেরাও ত দাড়ি রাখছে। বরুণ । সে সব দেবতার মানিত দাড়ি রে উপ ! বিদ্যার দাড়ি নয় । ব্ৰহ্মা । যা হ’ক ছেলেগুলো বাহাদুর যে, দাড়ি না ফেলে কুটকুটুনি সহ ক’বৃচে ! আমরা ত এক সপ্তাহ না কামালে অস্থির হই । ইন্দ্র । বরুণ, বালকগণের চক্ষে চলমা কেন ? চালসে ধ’রেচে নাকি ? বরুণ । উহাও একটী ফ্যাসান। আপাততঃ মা বাপ মনে করেন, বাছা আমার রাত দিন পড়ে চক্ষু খারাপ ক’রে ফেলচেন, ভাল ক'রে ঘি দুধ খাওয়াই ; নচেৎ পাছে অন্ধ হয়ে যান। কিন্তু পিতা মাতা জানেন না যে, এই চলমা ধরাতে র্তাহাদেরই সৰ্ব্বনাশ হবার উদ্যোগ হইতেছে। ব্ৰহ্মা । কেন ? r বরুণ । ইহার কার্যক্ষম হইলে সাহেবী ধরনে স্ত্রীকে লইয়া ভাসবেন তখন ইহাদের আমাদের দেশ, আমাদের জাতি এবং পিতামাত বলিয়া পরিচয় দিতে লজ্জা হইবে। অনেকে পিতা মাতার সেবা শুশ্রুষা করা দুরে থাক, খরচপত্র দিয়াও সাহায্য করিবেন না ; অতএব সেই সময় যদি চক্ষু লজ্জা হয়, এজন্য এই সময় হইতে চক্ষে চলমা দিয়া লজ্জার মাথা খাইয়া রাখিতেছেন । নারা। বরুণ ! ছেলেগুলোর মস্তকে স্ত্রীলোকদিগের ছায় সোজা সি তি এবং পরিধানে শাড়ী কেন ? বরুণ। উহাও একটি ফ্যাসান । ব্ৰহ্মা । না বরুণ, এইবার তোমার ভুল হ'য়েছে। বরুণ । কেন ? - ব্ৰহ্মা। যখন কলি আমার আজ্ঞায় পৃথিবীতে আগমন করে, তখন জিজ্ঞাসা করিয়াছিল, “পিতামহ । আমি মর্তে যাইয়া কোন সময় কিরূপ বেশে অবস্থিতি t?\o