পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন করিব ?” আমি তদুত্তরে বলিয়াছিলাম-কলি! তুমি পৃথিবীতে যাইয়া প্রথম, মধ্যম ও শেষ এই তিন অবস্থাতে বাস করিবে । তোমার প্রথম অবস্থায় লোকের ধর্শ্বকৰ্ম্মে অনেকটা মতি থাকিবে এবং পাপপুণ্যের ভয় করিবে । এই সময় জাতিভেদ দেশমধ্যে প্রচলিত থাকিবে এবং স্ত্রীলোকেরা পতিভক্তি করিবে । লোকে শত বৎসর জীবিত থাকিবে । মধ্য অবস্থায় জাতিভেদ বড় একটা থাকিবে না এবং লোকে ধৰ্ম্মাধৰ্ম্ম মানিবে না। এই সময় পুরুষে স্ত্রীর পরিচ্ছদ এবং স্ত্রীলোকে পুরুষের পরিচ্ছদ পরিধান করিতে আরম্ভ করিবে, অর্থাৎ পুরুষে স্ত্রীলোকের ন্যায় পাড়ওয়ালা বস্ত্র পরিয়া মস্তকের মধ্যস্থলে সিতি কাটিবে এবং স্ত্রীর আজ্ঞা ব্যতীত কোন কাজ করিবে না, সকল কাজেই স্ত্রীর অনুমতি লইবে এবং কথায় কথায় কহিবে “কেমনগো—এ কাজ কি করা যায় ? ও কাজ করিলে কি কোন দোষ আছে ?” এই সময় তাহারা স্ত্রীর অঞ্চল ধরিয়া যশোদার গোপালের ন্যায় নেচেখেলে বেড়াবে এবং অন্ধকারে গৃহের বাহির হইতে স্ত্রীর সাহায্য লইবে । দেবতারা বাহিরে আসিয়া দেখেন—অসংখ্য চলমার দোকান রহিয়াছে। নারায়ণ চসমার দর জিজ্ঞাসা করিলেন তাহারা কহিল, “এ সকল আপনদিগের ব্যবহারোপযোগী নহে—স্কুলের সৌখীন ছেলেদের জন্যই আনা হইয়াছে।” দেবরাজ এই সময় উপরদিকে চাহিয়া কহিলেন "বাঃ ! বিদ্যালয় গৃহের উপরে গম্বুজের মধ্যে একটি স্বন্দর বৃহদাকার ঘড়ি রহিয়াছে দেখ ।” বরুণ । ঐ ঘড়িট কৃষ্ণনগরের একজন পাল-প্রেসিডেন্সি কলেজকে দান করেন, পাল মহাশয় বোধ হয় আন্তরিক ইচ্ছার সহিত দান করেন নাই । ইন্দ্র । কেন ? বরুণ। ঘড়িটে থেকে থেকে বন্ধ হয় ও বৎসরের মধ্যে তিন মাস চুরি করে, অর্থাৎ সকল ঘড়ি অপেক্ষা আধ ঘণ্টা আগে চলে। এখান হইতে যাইয়া সকলে আর একটী বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করিলে নারায়ণ কহিলেন, “বরুণ এ স্কুলটার নাম কি ?” বরুণ। হেয়ার স্কুল। ডেভিড হেয়ার সাহেব এই বিদ্যালয়ট সংস্থাপন করায় তাহার নামানুসারে হেয়ার স্কুল নাম হইয়াছে। এই বিদ্যালয়টর সংস্থাপন-সময়ে দেশীয় ধনী লোকেরা বিস্তর সাহায্য করিয়াছিলেন । এক্ষণে যদিও গবর্ণমেন্টের তত্ত্বাবধানে বিদ্যালয়াটা চলিতেছে, কিন্তু ইহার আয়, ব্যয় অপেক্ষ বেশী। বাড়ীটি দুই তালা। পূৰ্ব্বে এই বিদ্যালয়টি একটি ভাড়াটে 建>移