পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা বাড়ীতে ছিল, তৎপবে গবর্ণমেণ্ট বিশ্ববিদ্যালয়-গৃহ নিৰ্ম্মাণ-সময়ে এ বাড়ীটিও প্রস্তুত করিয়া দিয়াছেন । কলিকাতার মধ্যে ইহা একটি প্রধান ও উৎকৃষ্ট বিদ্যালয় । বাবু প্যারিচরণ সরকার এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন । র্তাহার দ্বারা বিদ্যালয়টির বিশেষ উন্নতি হয়। প্যারিবাবুর পর বাবু গিরিশচন্দ্র দেব ইহার প্রধান শিক্ষকের পদ পান ; তাহার পরে বাবু ভোলানাথ পাল ঐ পদে নিযুক্ত হইয়াছিলেন । কলিকাতার যত বড় লোকের ছেলে এই স্কুলে এবং হিন্দুস্কুলে অধ্যয়ন করিয়া থাকে। এখানে বকাটে ছেলেদেরও অসম্ভাব নাই । পরীক্ষার্থী ছাত্রসংখ্যা যে বৎসর বেশী হয় ও সকলের স্থান সমাবেশ না হয়, সেই বৎসর বিশ্ববিদ্যালয়গৃহে ও এই স্কুলে, প্রেসিডেন্সি কলেজ এবং হিন্দুস্থল ইত্যাদি স্থানে ত হাদিগের পরীক্ষার স্থান প্রদত্ত হয় । এই বিদ্যালয়টি ১৮৩৪ অব্দে সংস্থাপিত হইয়াছে । - ব্রহ্মা । বরুণ ! আমাকে হেয়ার সাহেবের বিষয় বল । বরুণ । ডেভিড হেয়ারের পিতা লগুনে ঘড়ি প্রস্তুত ও মেরামত করিতেন । স্কটলণ্ডের অন্তঃপাতী এবার্ডিন নগরে ১৭৭৫ খৃঃ অব্দে ডেভিড হেয়ারের জন্ম হয় । ইনি পচিশ বৎসর বয়ঃক্রমকালে কলিকাতায় আসেন এবং কিছুকাল ঘড়ির কাজ করিয়া অর্থ সঞ্চয়পূর্বক তাহার একজন ঘনিষ্ঠ বন্ধু গ্রে সাহেবকে আপনার কার্য্যভার সমপণ করেন । তিনি এখানে কেবল অর্থ উপার্জনের মানসে আসেন নাই ; এ দেশের অধিবাসীদিগকে আপনার ভ্রাতার ন্যায় দেখিতে লাগিলেন এবং তাহদের উপকারের জন্ত যথাশক্তি পরিশ্রম ও যত্ন করিতে প্রবৃত্ত হইলেন । g - হেয়ার সাহেব সম্রাস্ত হিন্দুদিগের বাটিতে যাইতেন এবং যাহাতে পরম্পরের মধ্যে একতা ও সৌহার্দ জন্মে এবং উভয় সম্প্রদায় যাহাতে পরস্পরকে ভ্রাতৃভাবে আলিঙ্গন করে, ইহা তাহার একস্তি ইচ্ছা ছিল। এই সময়ে কলিকাতায় ইংরাজী অথবা বাঙ্গলা পাঠশালা ছিল না । ছাত্রেরা সামান্তরূপ লেখা পড়া অভ্যাস করিয়াই শিক্ষা সমাপ্ত করিত। পাঠোপযোগী ভাল বাঙ্গল গ্রন্থও ছিল না । কিসে এদেশের লোক উচ্চতর শিক্ষা পাইয়া বহুদশা ও বস্তুগুণান্বিত হইয় উঠে ইহাই তাহার চিন্তার বিষয় হইল । সে সময়ে রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায় কলিকাতার মধ্যে বিজ্ঞ সন্ত্রাস্ত লোক বলিয়া পরিচিত ছিলেন । হেয়ার সাহেব ইহাদের সহিত এ বিষয়ে পরামর্শ করেন। প্রধান বিচারপতি সার হাইড ইষ্ট & Y &