পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ত্তে আগমন ঘণ্ট হইতেছে। বরুণ তংশ্ৰবণে কহিলেন, “নারায়ণ, শীঘ্র ব্যাগ, খুলিয়া টাকা দেও।” কিন্তু তিনি টাকা বাহির করিতে বিলম্ব করার বরুণ বিরক্ত হইয়। কহিলেন “আমি আর পারবে না, তুমি গিয়ে টিকিট কিনিয়া আন।” “এ ত ভারি শক্ত কথা !" বলিয়া নারায়ণ টিকিট কিনিতে যাইলেন । দেখেন, টিকিট-ঘরের দ্বারে বহুসংখ্যক মুসলমান দাড়াইয়া রহিয়াছে। নারায়ণ, চাচাদিগের মুখের নিকট মুখ লইয়া গিয়া “ওগো চারিখানি টিকিট দেও” বলিয়া নাকে কাপড় দিয়া “ওয়াকৃ” “ওয়াকৃ” করিতে করিতে পলাইয়া আসিলেন । ব্ৰহ্মা তদর্শনে নিকটে যাইয়া কহিলেন, “কৃষ্ণ ! কি হইয়াছে ?” নারা। বাবা! রক্ষন খেয়ে এমি টেকুর তুলেছে যে, গা বমি-বমি ক’রে মারা যাই, বোধহয় ইহযুগে আর এ গা-বমি-বমি সারবে না। বরুণ তদর্শনে হাস্ত করিতে করিতে যাইয়া, মথুরা বৃন্দাবন দর্শনাভিলাষে হাটারসের টিকিট লইয়া গাড়িতেউঠিলেন, ট্রেণ স্থপা স্থপ, গুপী গুপ, শব্দে আলিগড়ে যাইয়া উপস্থিত হইল । ইন্দ্র । বরুণ, এ স্থানের নাম কি ? বরুণ। এ স্থানের নাম আলিগড় । পূর্বে এখানে কোল-নামক অসভ্য জাতির বাস করিত। কোলেরা অত্যন্ত ডকাইত ছিল । রাজা জরাসন্ধ তাহার জামাতা কংসের নিধন-সমাচারে ক্রুদ্ধ হইয়া যখন কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন, সেই সময়ে এই স্থানে শিবির সন্নিবেশিত করিয়াছিলেন। এখানে অনেক উংকৃষ্ট অট্টালিকা আছে। এখানকার মৃত্তিকার দুর্গ বিখ্যাত। এই কেল্লা ১৮•৩ খ্ৰীষ্টাব্দে লর্ড লেক অধিকার করেন। অন্যাপি নগরের দুই মাইল দূরে উক্ত দুর্গের ধ্বংসাবশেষ দেখিতে পাওয়া যায় । পুনরায় ট্রেণ ছাড়িয়া হাটারলে উপস্থিত হইল। দেবতারা তথা হইতে ব্রাঞ্চ-রেলে মথুরায় চলিলেন। ট্রেণের চলন দেখিয়া দেবগণ হাস্ত করিতে লাগিলেন । নারায়ণ কহিলেন, “এ গাড়ি যেরূপ ভাবে যাইতেছে, ছুটে গিয়ে মলমূত্র ত্যাগ করিয়া আসিতে পারা যায়। বরুণ ! অন্যান্য রেলের ন্যায় এ গাড়ি দ্রুত গমন করিতে পারে না কেন ? এবং কি কারণেই বা ইহার দু’ধারে বেড়া দেওয়া নাই ?” বরুণ। এ গাড়ির কল ছোট ও দেশীয় চালকে চালায় বলিয়া তাদৃশ দ্রুত গমন করিতে পারে না। ইহার গমন এত ধীর যে, দুই হাত দূরে ট্ৰেণ 建朝