পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন সাহেবের এ দেশের প্রতি বিশেষ যত্ব ছিল ; হেয়ার সাহেব তাহার নিকট যাইয়াও একটি প্রধান বিদ্যালয় স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন। এ বিষয়ে আমাদের দেশের লোকের কিরূপ মত জানিবার জন্য প্রধান বিচারপতি বৈদ্যনাথ মুখোপাধ্যায়কে সকলের নিকট পাঠাইয়া দেন । বৈদ্যনাথ সমাজের সমস্ত সন্ত্রাস্ত ব্যক্তির নিকট এ বিষয়ের প্রস্তাব করিলে, সকলেই তাহাতে আহলাদ সহকারে সম্মতি প্রকাশ করেন । বৈদ্যনাথ প্রধান বিচারপতির নিকট যাইয়া সকলের সম্মতি জানাইলে একটী উচ্চশ্রেণীর বিদ্যালয় স্থাপনের উদযোগ হইতে লাগিল। সমুদয় প্রস্তুত হইয়াছে, এমন সময়ে একটা বিল্প উপস্থিত হইল। রাজা রামমোহন রায় পৌত্তলিক ধর্মের বিরুদ্ধাচরণ করাতে হিন্দু সম্প্রদায় তাহার উপর অতিশয় বিরক্ত হইয়া উঠিয়াছিলেন ; এক্ষণে এই রামমোহন রায়, প্রস্তাবিত বিদ্যালয়ের একজন অধ্যক্ষ হইলেন শুনিয়া হিন্দুগণ পূৰ্ব্ব অভিপ্রায় অনুসারে কার্য্য করিতে অসম্মত হইলেন । তাহারা প্রতিজ্ঞা করিলেন, যাবৎ বিদ্যালয়ের সহিত রামমোহন রায়ের সম্বন্ধ থাকিবে, তাবৎ তাহারা কোনরূপ আমুকুল্য করিবেন না । ডেভিড হেয়ার কোন কাৰ্য্যই অসম্পন্ন রাখিবার লোক ছিলেন না। উপস্থিত বিষয়ে এইরূপ বিঘ্ন দেখিয়া, তিনি অকুতোভয়ে কাৰ্য্যক্ষেত্রে প্রবেশ করিলেন। তিনি রামমোহন রায়ের স্বভাব বিলক্ষণ রূপে হৃদয়ঙ্গম করিয়াছিলেন, সুতরাং সাহস-সহকারে র্তাহাকে প্রস্তাবিত বিদ্যালয়ের সহিত সংস্রব পরিত্যাগ করিতে অনুরোধ করিলেন । রামমোহন রায় স্বভাবসিদ্ধ উদারতাগুণে এই অনুরোধ রক্ষণ করিতে সম্মত হইলেন । অবিলম্বে প্রচার হইল ; রামমোহন রায় বিদ্যালয়ের সহিত কোনরূপ সংস্রব রাখিবেন না । হিন্দুগণ ইহাতে সন্তুষ্ট হইলেন ; এবং প্রতিশ্রুত অর্থ প্রদানপূৰ্ব্বক বিদ্যালয় স্থাপনের অভিপ্রায় জানাইলেন । অবিলম্বে একটা সাধারণ সভার অধিবেশন হইল। ব্রাহ্মণ অধ্যাপকগণ পর্যন্ত এই সভায় উপস্থিত হইলেন । ইহার পর একটী কাৰ্য্যনিববর্ণহক সভা সংগঠিত হয়। ১৮১৬ অব্দের ২৭শে আগষ্ট বিদ্যালয়ের কার্য্যপ্রণালীর নির্ধারণ জন্য এই সভার অধিবেশন হয় । হেয়ার সাহেব এই সভার সভ্য ছিলেন না, তথাপি নিয়মিত সময়ে আসিয়া সৎপরামর্শ দিয়া আপনার কার্য্যতৎপরতা দেখাইতে লাগিলেন । তিনি কেবল এইরূপ পরামর্শ দিয়াই নিরস্ত হইলেন না ; বিদ্যালয়ের জন্য ক্রমে তাহার অসাধারণ যত্ন প্রকাশ পাইতে লাগিল । তিনি এই উদ্দেণ্ডে দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া অর্থ সংগ্রহ করিতে লাগিলেন । قين : a