পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা হেয়ার সাহেবের এইরূপ অসামান্য উৎসাহ, যত্ন ও পরিশ্রমে ১৮১৭ খৃঃ অব্দের ২৪শে জানুয়ারি কলিকাতায় হিন্দু কলেজ স্থাপিত হইল । স্বতন্ত্র বাটীর অভাবে হিন্দুকলেজ প্রথমে গরাণহাটায় গোরাচাঁদ বসাকের বাটতে বসে। সাহেব প্রতিদিন এই বিদ্যালয়ে উপস্থিত হইয়া উহার উন্নতি সাধনের চেষ্টা করিতে থাকেন। পটোলডাঙ্গায় তাহার কিছু ভূসম্পত্তি ছিল, বিদ্যালয়ের বাটী নিৰ্ম্মাণ জন্য তাহার কিয়দংশ তিনি আহলাদ সহকারে দান করিলেন। এই স্থলে সংস্কৃত ও হিন্দু কলেজের বাট নির্মিত হইল। হিন্দু কলেজ দীর্ঘকাল গরাণহাটায় থাকে নাই । ইহার পরে চিৎপুরে রূপচরণ রায়ের বাটতে যায়। ঐ স্থান হইতে খৃষ্টান কমল বস্থর বাটিতে আইসে । প্রসিদ্ধ পণ্ডিত ডাক্তার উইলসন সাহেবের যত্বে হিন্দু ও সংস্কৃত কলেজের জন্য নূতন বাটা নিৰ্ম্মাণের বন্দোবস্ত হয়। ১৮২৪ অব্দের ২৫শে জানুয়ারি নূতন বাটির ভিত্তি স্থাপিত হয়। তৎপরবর্তী বৎসর নির্মাণকার্য শেষ হইয়া উঠে। এই নৃত্তন বাটির মধ্যভাগ সংস্কৃত কলেজ এবং দুই পার্শ্বে হিন্দু কলেজের কার্য্য হইতে থাকে। হেয়ার সাহেব, পরে হিন্দুবিদ্যালয়ের অবৈতনিক কাৰ্য্য-নিববর্ণইক সভোর পদ গ্রহণ করিলেন। যে বৎসর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, সেই বৎসর হেয়ার সাহেব কলিকাতায় স্কুলবুক সোসাইটি নামে সভা স্থাপন করেন। বিদ্যালয়ের উপযোগী পুস্তক সকল প্রণয়ন পুৰ্ব্বক অল্প অথবা বিনা মুল্যে প্রচার করাই এই সভার উদ্দেশ্য । এই সভায় যে কয়েকজন সভ্য ছিলেন র্তাহারা নূতন বিদ্যালয় স্থাপন ও বর্তমান পাঠশালাসমূহের সংস্করণ জন্য বিশেষ চেষ্টত হন । এই উদ্দেশ্যে পরবর্তী বৎসর স্কুল সোসাইটি নামে আর একটি সভা প্রতিষ্ঠিত হয়। হেয়ার সাহেব ও রাজা রাধাকান্ত দেব এই সভার সম্পাদকের ভার গ্রহণ করেন। সভা তিন শাখায় বিভক্ত হয় । এক শাখা বিদ্যালয় সমুহের সংস্থাপনের ভার, অপর শাখা পাঠশালা-সমূহের পরিদর্শনের ভার এবং তৃতীয় শাখা উচ্চতর শিক্ষা দানের ভার গ্রহণ করেন । প্রস্তাবিত সভার তত্ত্বাবধানে কলিকাতার স্থানে স্থানে কয়েকটি পাঠশালা প্রতিষ্ঠিত হয়। এই সকল পাঠশালায় মধ্যে আরপুলি লেনের পাঠশালায় এ দেশের বিখ্যাত শ্ৰীযুক্ত কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রথমে বাঙ্গালা শিক্ষা করেন। পূবেবক্তি স্কুল সোসাইটির যত্নে এই শেষোক্ত পাঠশালার নিকট এবং পটোলডাঙ্গায় দুটি ইংরাজী বিদ্যালয় স্থাপিত হয়। তাহাদের মধ্যে একটি হেয়ার স্থল। যে ছাত্র পাঠশালায় থাকিয়া ব্যুৎপত্তিলাভ করিত তাহার। ইংরাজী বিদ্যালয়ে প্রবেশ ¢ » ጫ