পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা হেয়ারের মুখ প্রসন্ন হইল, কছিলেন, আমি কলাই লড বেষ্টিঙ্কের নিকট যাইয়া এ বিষয় বলিব । ১৮৩৫ খৃঃ অব্দে কলিকাতায় মেডিকেল কলেজ স্থাপিত হইল। মধুসূদন গুপ্ত প্রথমে শব বাবচ্ছেদ করিয়া সাধারণের শ্রদ্ধাস্পদ হইলেন ; তাহার প্রতিকৃতি মেডিকেল কলেজে অদ্যাপি আছে। হেয়ারের উত্তেজনায় অনেক ছাত্র হিন্দু কালেঞ্জ ও তাহার নিজের স্কুল হইতে মেডিকেল কলেজে প্রবিষ্ট হইল । হেয়ার এই কলেজের কার্যা-সম্পাদক হইলেন । তিনি প্রতিদিন মেডিকেল কলেজে অসিয়া, ইহর তত্ত্বাবধান করিতেন । এতদ্ব্যতীত চিকিৎসালয়ে যে সমস্ত ধোগী থাকিত, যথানিয়মে তাহদের শুশ্রুষা করিতেন । কিরূপে রোগীরা আরামে থাকিতে পারে, তৎপ্রতি তাহার বিশেষ যত্ব ছিল । হেয়ার এই সকল কার্যে কিছুমাত্র বিচলিন বা অসন্তুষ্ট হইতেন না । তিনি পরের উপকার উদ্দেশ্বে জীবন উৎসর্গ করিয়াছিলেন, পরের উপকার সাধিত হইলে তিনি জীবনের সার্থক তা অনুভব করিতেন । ডেভিড হেয়ার স্বদেশীয় ও বিদেশীয় সকলের শ্রদ্ধাস্পদ হইয়াছিলেন । এই সময়ে আমাদের সমাজের স্ত্রী-শিক্ষার উন্নতির জন্য বিশেষ যত্ব হইতে থাকে । বাঙ্গালী ও ইংরেজ এ উদ্দেশু সাধনার্থ একত্র সম্মিলিত হন । ১৮২ খৃঃ অব্দের পূৰ্ব্বে কলিকাতায় জুবিনাইল সোসাইটি নামে একটি সভা প্রতিষ্ঠিত হয়। এ সভা স্ত্রী-শিক্ষার ভার গ্রহণ পূর্বক কলিকাতার শুামবাজার, জানবাজার ও ইটিলিতে এক একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন । রাজা রাধাকান্ত দেব স্ত্রী-শিক্ষার একজন প্রধান উৎসাহ দাতা ছিলেন । তিনি এই সময়ে স্ত্রী-শিক্ষণ-বিধায়ক নামে একখানি পুস্তক রচনা করিয়া, উক্ত সভায় দান করেন । এই পুস্তকে প্রদর্শিত হয় যে, নারীজাতিকে শিক্ষা দেওয়া উচ্চ শ্রেণীর হিন্দুদিগের চিরন্তন ধৰ্ম্ম । প্রাচীন সময়ে অনেক নারী সুশিক্ষিতা ছিলেন । এক্ষণে স্ত্রী-শিক্ষার প্রতি বিশেষ’ মনোযোগ দিলে আমাদের দেশের বিস্তর মঙ্গল হইবে । সভা এই পুস্তক মুদ্রিত করিবার সঙ্কল্প করেন। সভার স্ত্রীশিক্ষার উন্নতির চেষ্টা নিফল হয় নাই ; ক্রমে এ বিষয়ের উৎকর্ষ হইতে থাকে । হেয়ার সাহেব নিয়মিতরূপে অর্থ দিয়া সভার সাহায্য করিতেন । বালকদিগের শিক্ষাকার্য্যের স্থায় বালিকাদিগের শিক্ষা-কার্য্যের প্রতিও তাহার বিশেষ যত্ব ছিল । প্রসিদ্ধ মিশনর কেরি ও মার্শমান সাহেব একটা সভা স্থাপনপূৰ্ব্বক বাঙ্গলা ভাষার উন্নতির নিমিত্ত অনেক চেষ্টা করেন । ডেভিড হেয়ার এই 囊》寄