পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা লটারী হইবে । লটারিতে ৬১ জন লোককে নিম্নলিখিত মত দ্রব্য দেওয়া হইবে। যে প্রথম হইবে, ১২ হাজার টাকা আয়ের এক তালুক। ষে দ্বিতীয় হুইবে, ১২ মাসে ৬ • • শত টাকার তালুক । যে তৃতীয় হইবে, ৩ শত টাকার তালুক ইত্যাদি । তম্ভিয় লটারিতে দিবার জন্য এই প্রকার দ্রব্যাদি মজুত আছে—৮• • • টাকার কোম্পানীর কাগজ, ৫ •• • টাকার একটি শ্বেত হস্তী । কলিকাতার ১৫ খানা ভাড়াটে বাড়ী ও এক রাজকন্যা ইত্যাদি। ব্ৰহ্মা ! এ বোধ হয় জুয়াচোর। বরুণ। তা আবার একবার ক’রে ব’লতে ? এখন নাম দিয়েচে বংশীধর মণ্ডল,—পরে ২-৩ হাজার টাকা হাত ক’রে শ্ৰীদাম ঘোষ হইয়া বাগবাজার হইতে খামবাজারে গিয়া বাস করিবে । সেই সময় কয়েকজন পথিক যাইতেছিল—কহিল, “মহাশয়, আমি একবার বিজ্ঞাপনে দেখি ৮• • পাতার ভাল মহাভারত ১॥• টাকায় দিতেছে। তদৃষ্টে মূল্য পাঠাইলে ॥• আনা দামের বটতলার এক মহাভারত গিয়া উপস্থিত হইল।” আর একজন কহিল, ‘আমি একবার বিজ্ঞাপনে দেখি, আট খান দামের অমূল্যনিধি নামক পুস্তক ক্রয় করিলে একটি টাইমপিস পাইব । আটআনা দাম পাঠাইলাম-পুস্তক যাইল, টাইমপিসের কোঁটার মত একটি কোঁটাও যাইল । আহলাদে খুলিয়া দেখি, কোঁটার মধ্যে পাথরের কুচি পোরা । পোরা। পত্র লেখায় উত্তর দিলে—পোষ্ট আফিসেরা ঐ কাজ করিয়াছে।” আর একজন কহিল, "আপনি ত যাহা হউক কিছু পেয়েছেন। আমি একবার একখানা পুস্তকের বিজ্ঞাপন দেখে আড়াই টাকা পাঠাই । সে আড়াই টাকা জলে গেল—তার উপরে আট দশ আনার পোষ্ট কাড খরচ ক’রে উত্তর চাহিলাম, তাহাও গেল। উত্তর পর্য্যস্ত দিলে না।” جی এখান হইতে যাইয়া বরুণ কহিলেন, “পিতামহ ! কলেজ স্কোয়ারের উত্তরাংশে ঐ যে একটি স্বন্দর থামওয়ালা একতালা বাড়ী দেখিতেছেন, উহার নাম হিন্দুস্কুল। হিন্দুস্কুলের পূর্ব দিকে ঐ যে দোতলা স্বন্দর বাড়ী দেখা যাইতেছে, উহার নাম সংস্কৃত কলেজ। ১৮২৫ খৃঃ অন্ধের জানুয়ারী মাসে এই বাট নির্মিত হয়। পিতামহ সংস্কৃত কলেজ দেখিবার ইচ্ছা প্রকাশ করিলে বরুণ র্তাহাদিগকে লইয়া কলেজের মধ্যে প্রবেশ করিলেন এবং কহিলেন “স্থবিখ্যাত পণ্ডিত tRడి