পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা তথাপি ইহার প্রায় ৫ • হাজার টাকা ঋণ থাকে। ১৮৫৫ অব্দে বিদ্যাসাগর মহাশয় হুগলী, বৰ্দ্ধমান, মেদিনীপুর এবং নদীয়া জেলার ইনস্পেক্টরের পদ প্রাপ্ত হন । ইহার পর বর্ণ পরিচয় প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ, কথামালা এবং চরিতাবলী প্রচারিত হয় । ১৮৫৭ অব্দে ইনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সদস্য নিযুক্ত হন এবং তৎপর বৎসর গবর্ণমেন্টের কৰ্ম্ম পরিত্যাগ করেন । ইহার পর মহাভারতের উপক্রমণিকা বাঙ্গালা ভাষায় প্রচারিত হয় এবং ব্যাকরণ-কৌমুদীর চতুর্থ ভাগ ও সীতার বনবাস মুদ্রিত হয় । ১৮৬৩ অবে আখ্যানমঞ্জরী প্রচার করেন এবং ইহার দুই চারি বৎসর পরে উক্ত পুস্তকের দ্বিতীয় ভাগও প্রচারিত হয় । ১৮৬৮ অব্দে মেঘদূতের টাকা মূদ্রিত করেন। ইহার পর ভ্রাস্তিবিলাস, টাকা সহিত উত্তরচরিত এবং অভিজ্ঞানশকুন্তলা প্রকাশিত হয়। ১৮৭১ অব্দে ইনি কুলীন কন্যাদিগের দুঃখে দুঃখিত হইয়া বহুবিবাহ নামক গ্রন্থ প্রচার করেন। অনেকগুলি পণ্ডিত এই পুস্তকের বিপক্ষে ক্ষুদ্র ক্ষুদ্র পুস্তক লেখায় ইনি তাহীদের মত খণ্ডনার্থ বহুবিবাহ গ্রন্থের দ্বিতীয় ভাগ ও প্রচার করিতে বাধা হন । ইনি নিজ গ্রামের উপকারার্থ তথায় একটি বিদ্যালয় ও দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করিয়াছেন । গ্রামস্থ অনাথদিগকেও মাসিক বৃত্তি দিয়া থাকেন। ইনি দরিদ্র বালকদিগকে স্বয়ং বেতন দিয়া বিস্তাশিক্ষা করাইয়া থাকেন এবং তাহাদের মধ্যে কেহ পীড়িত হইলে স্বয়ং রান্ত্রি জাগরণ করিয়া সেবা শুশ্রাব করেন। ইহার প্রধান কীৰ্ত্তির মধ্যে কলিকাতা মেট্ৰপলিটন বিদ্যালয়। ইহার দ্বারা দেশের যে কতদূর উপকার হইয়াছে, তাহা বলা যায় না। দেশে শিক্ষা বিস্তারে ইহার যত্ন অসাধারণ। গবর্ণমেণ্টও ইহার বিবিধ সদগুণের জন্য ইহাকে যথেষ্ট সম্মান করিয়া থাকেন। ইহার স্বম্বর পুস্তকালয়ে বিবিধ মূল্যবান গ্রন্থ সংগৃহীত অাছে। * W ইন্দ্র । পরে বিদ্যাসাগরের পদে কে নিযুক্ত হন ? বরুণ। মহেশচন্দ্র ন্যায়রত্ব। তারানাথ তর্কবাচস্পতি এই কলেজে ব্যাকরণ শিক্ষণ দিতেন, এবং ভরতচন্দ্র শিরোমণি এই কলেজে স্থতিশাস্ত্রের অধ্যাপনা করিতেন। শিরোমণি একজন উৎকৃষ্ট স্মৃতিশাস্ত্রের অধ্যাপক ছিলেন ।

  • ১৮৯১ খ্ৰীষ্টাব্দে ইহার মৃত্যু হইয়াছে —সম্পাদক।

●&●