পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন ব্ৰহ্মা । বরুণ ! কি নাম ব'ল্পে, মহিষচন্দ্ৰ নাজরত্ব ? বরুণ । আজ্ঞে না, মহেশচন্দ্র স্বায়রত্ন । ব্ৰহ্ম । বরুণ ! তুমি আমাকে ভরত শিরোমণির বিষয় সংক্ষেপে বল। বরুণ। ইনি চব্বিশ পরগণার অন্তঃপাতী কলিকাতার দক্ষিণ লাঙ্গলবেড়ে নামক গ্রামে জন্মগ্রহণ করেন । ইনি দাক্ষিণাত্য বৈদিক । বাল্যকালে চতুষ্পাঠীতে অধ্যয়ন করেন, তৎপরে কলিকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন । এই কলেজ হইতে ইনি প্রশংসাপত্ৰ পাইয়৷ কিছুদিন—কমিটির পণ্ডিত হন, তৎপরে জজপণ্ডিত হইয়। কিছুকাল ছাপরা ও অন্তান্ত কয়েকট জেলায় পরিভ্রমণ করেন । ইহার পর সংস্কৃত কলেজের স্মৃতিশাস্ত্রের অধ্যাপক হইয়াছিলেন। কাম্বেল সাহেবের রাজত্বকালে ইহার পেন্সন হয়। অনেকদিন পৰ্য্যন্ত সেই পেন্সন ভোগ করিয়া ১২৮৫ সালের ২২শে অগ্রহায়ণ কয়েক দিনের সামান্ত জরে এবং বক্ষবেদনায় আন্দাজ ৭ •।৭৫ বৎসর বয়ঃক্রমকালে পুত্র পৌত্র এবং প্রপৌত্র রাখিয়া মানবলীলা সংবরণ করেন । ইহার মূৰ্ত্তি অতি সৌম্য ছিল, বর্ণ গেীর, দেখিলে ঋষি বলিয়া বোধ হইত। স্মৃতিশাস্ত্রে ইহার প্রগাঢ় বিদ্যা ছিল। ইনি একজন অদ্বিতীয় স্মৰ্ত্ত ভট্টাচাৰ্য্য ছিলেন । ধৰ্ম্মশাস্ত্রীয় ব্যবস্থার সন্দেহ হইলে লোকে ইহার দ্বারা মীমাংসা করাইয়। লইত । ইনি ধৰ্ম্মশাস্ত্রের ব্যবস্থা বিষয়ে প্রমাণস্থল হইয়া উঠিয়াছিলেন । ব্যাকরণ, কাবা, অলঙ্কারাদি শাস্ত্রেও ইহার বিলক্ষণ বুৎপত্তি ছিল । ইহার সম্বমের পরিসীমা ছিল না। এমন কি, একপত্রী ছিলেন বলিলে অত্যুক্তি হয় না । স্বভাব অতি উত্তম ছিল । ইনি অমায়িক, সরল ও মিষ্টভাষী এবং বঙ্গের একজন প্রাতঃস্মরণীয় লোক ছিলেন। হিন্দু সমাজ ইহার নিকট অনেক বিষয়ে ঋণী। স্বপ্রসিদ্ধ সোমপ্রকাশ সম্পাদক ৮দ্বারকানাথ বিদ্যাভূষণ এই কলেজে সংস্কৃত সাহিত্য ও ব্যাকরণ শিক্ষা দিতেন । ব্ৰহ্মা । বরুণ ! আমাকে দ্বারকানাথের জীবন-চরিত বল । বরুণ । দ্বারকানাথ চব্বিশ পরগণার অন্তঃপাতী চিংড়িপোতা গ্রামে ১৭৪২ শকে জন্মগ্রহণ করেন। ইহার পিতার নাম হরচন্দ্র স্বায়রত্ব ; ইহার দাক্ষিণাত্য বৈদিক শ্রেণীর ব্রাহ্মণ। ইহার পিতা স্মৃতিশাস্ত্রে ও ব্যাকরণে বুৎপন্ন ছিলেন। বিষয় বিভব তাদৃশ ছিল না। সামান্তমাত্র ত্রন্ধোত্তর ভূমি ভিন্ন অন্তপ্রকার ভূসম্পত্তি ছিল না। ব্রাহ্মণপণ্ডিতের বৃত্তিই তাহার প্রধান জীবনোপায় ছিল । দ্বারকানাথ ১১ বৎসর পর্য্যস্ত পিতার নিকট ও সৰ্ব্বানন্দ 台总°