পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সাব্বভৌম মহাশয়ের নিকট ব্যাকরণ শিক্ষা করেন । ১২ বৎসর বয়সের সময় ইহার পিতা ইহাকে সংস্কৃত কলেজে ভৰ্ত্তি করিয়া দেন । ১১।১২ বৎসর ইনি ংস্কৃত কলেজে সাহিতা, অলঙ্কার, স্মৃতি, জ্যোতিষ, ন্যায় ও বেদান্ত অধ্যয়ণ করেন। প্রত্যেক অধ্যক্ষই ইহাকে অত্যন্ত ভালবাসিতেন। বাল্যকালে ইনি পিতাকে অত্যন্ত ভয় করিতেন, সেই জন্য অসঙ্গত কিংবা অসৎকর্শ্বের আচরণে সাহসী হইত না । ইহার অসৎসঙ্গে অর্থাৎ মন্দ লোকের সংসর্গে আজীবন অত্যন্ত ঘৃণা ছিল। এই ঘৃণা তাহার জীবদ্দশায় উত্তরোত্তর বৃদ্ধি ব্যতীত হ্রাস পায় নাই । ইনি যাহাকে অসৎ বলিয়া জানিতেন তাহার উপর আস্তরিক চটিয়া যাইতেন এবং তাহার সহিত বাক্যালাপ করিতেন না । ইনি যে বৎসর সংস্কৃত কলেজে প্রথম হইয়া প্রথম ছাত্রবৃত্তি প্রাপ্ত হন, সেই বৎসর উক্ত কলেজে ইংরাজী শিক্ষা দেওয়া প্রচলিত হওয়ায় ইনি আরো এক বৎসর থাকিয়া ইংরাজী শিক্ষা করেন। পরে নিজের পরিশ্রমে ইংরাজী ভাষা উত্তমরূপ শিক্ষা করিয়াছিলেন। কলেজ পরিত্যাগ করিয়া ইনি কিছু দিন ফোর্ট উইলিয়ম কলেজে সিবিল সার্বেণ্ট পড়াইতে আরম্ভ করেন । তৎপরে সংস্কৃত কলেজের বাকরণের দ্বিতীয় অধ্যাপকের পদে নিযুক্ত হন । ইহার পর হইতে বিদ্যাভূষণ মহাশয় ৩৭ বৎসর পর্যন্ত সংস্কৃত কলেজের অধ্যাপনা কার্য্যে নিযুক্ত ছিলেন। মধ্যে কিছুদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবসর গ্রহণ করিলে ইনি তাহার কার্য্য করিয়াছিলেন । ১২৮০ সালে ইনি পেন্সন গ্রহণ করেন । ইহার অধ্যাপনা সময়ে দুই চারিটি ঘটনা ঘটে, তন্মধ্যে সোমপ্রকাশ প্রকাশ একটি প্রধান যটন । সারদাপ্রসাদ নামক সংস্কৃত কলেজের একটি বধির ছাত্রের ভরণপোষণের জন্য বিদ্যাসাগর ও বিদ্যাভূষণ মহাশয় প্রভৃতি পরামর্শ করেন যে, সোমপ্রকাশ নামে একখানি সাপ্তাহিক সংবাদপত্র বাহির করিয়া সারদীপ্রসাদকে ঐ কাগজের সম্পাদক করা হইবে । আমরা সকলে লিখিব, যাহা লাভ হইবে, সারদাপ্রসাদকে প্রদান করিব । এইরূপ প্রস্তাব হইলে সারদ} প্রসাদ বৰ্দ্ধমানের মহারাজের মহাভারত অনুবাদকের পদ পাইয়া চলিয়। যাইলেন ; সুতরাং সোমপ্রকাশ আপাততঃ স্থগিত রহিল। এই সময় রাঙ্গালায় ভাল সংবাদপত্র না থাকায় বিদ্যাসাগর একদিন বিদ্যাভূষণ মহাশয় প্রভৃতিকে ভাকিয়া পুনরায় সোমপ্রকাশ প্রকাশের প্রস্তাব করেন। সকলে লিখিবেন স্বীকার করেন এবং বিদ্যাভূষণ মহাশয় সম্পাদকের পদ গ্রহণ করেন। সকলেই কিছু দিন লিখিয়া অবসর গ্রহণ করিলে বিদ্যাভূষণ মহাশয়ের স্বন্ধেই সমস্ত ¢ & °A