পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ব্ৰহ্মা। ইহার চেহার তোলা আছে ? বরুণ । না, ইনি তাহাতে বড় নারাজ ছিলেন । গাম্ভীর্ষ্য ইহার মনের স্বাভাবিক ভাব ছিল । বৃথা আমোদ প্রমোদে কখন সময় যাপন করিতেন ন ; গ্রন্থের মধ্যে ইতিহাস, জীবনচরিত, মনোবিজ্ঞান ও ধৰ্ম্মশাস্ত্র প্রভৃতি গাম্ভীৰ্য্যরসপূর্ণ গ্রন্থই পড়িতে ভাল বাসিতেন । হালকা বিষয় পড়িয়া তৃপ্তি পাইতেন না । তাহার প্রকৃতি এমন গম্ভীর ছিল যে, বাড়ীর লোক পৰ্য্যস্ত সহসা তাহার সমীপে যাইতে সাহসী হইতেন না । তাঁহার প্রকৃতি রূঢ় বা কর্কশ ছিল না ; এমন কি, তাহার বয়ঃপ্রাপ্ত পুত্রদিগকেও কখন “তুই” বলিয়া সম্বোধন করিতে শুনা যায় নাই, অথচ কেহ সহসা তাহার সম্মুখীন হইতে সাহসী হইতেন না । তিনি যখন নির্জনে চিন্তা করিতেন, তখন তাহার মাতাও হঠাৎ গিয়া কোন কথা বলিতে সঙ্কুচিত হইতেন। বড় লোকের মা বড় হইয়া থাকে। বিদ্যাভূষণ মহাশয়ের মাতা অতিশয় উদার-হৃদয়া রমণী ছিলেন । বিদ্যাভূষণ মহাশয়ের চরিত্রের আর একটা গুণ ছিল—ষ্ঠায়পরতা। নিজে যাহার যাহা প্রাপ্য, তাহ কড়ায় গণ্ডায় হিসাব করিয়া দিতেন । এবং অপরেও তাহাদের দেয় কড়ায় গগুীয় দেন এই ইচ্ছা করিতেন এবং সে বিষয়ে ক্রটী দেখিলে অত্যন্ত বিরক্ত হইতেন । যে সকল কৰ্ম্মচারী স্বীয় কৰ্ম্মে মনোযোগী, তিনি তাহদের প্রতি সন্তুষ্ট হইতেন, এবং যথাসাধ্য তাহদের উন্নতি করিতেন ; কিন্তু যাহারা কৰ্ত্তব্য পালনে উদাসীন, তাহারা অতি নিকট আত্মীয় হইলেও তাহাদিগকে ক্ষমা করিমেন না ও তাহাদিগকে দেখিতে পারিতেন না। কেহ অপরের প্রতি অন্যায় করিতেছে দেখিলে তিনি সহ করিতে পারিতেন না। অনেক সময় দুৰ্ব্বলের পক্ষ হইয়া অন্যায়কারীর দমন করিবার চেষ্টা করিতেন । একবার তাহাব প্রতিবেশিনী একজন অনাথ বিধবা স্ত্রীলোকের কিছু জমী কড়িয়া লইবার জন্য একজন ধনী লোক চেষ্টা করেন। স্ত্রীলোকটর সহিত বিবাদ হওয়াতে তাহার কয়েকজনে একদিন তাহাকে প্রহার ও অপমান করিবার জন্য তাহার ঘরে প্রবেশ করে। বিদ্যাভূষণ মহাশয় পূর্ব হইতেই তাহদের আচরণের বিষয় শুনিয়া বিরক্ত হইয়াছিলেন । এক দিন তিনি নিজের ঘরে বসিয়া লিখিতেছেন, এমন সময় ঐ বিধবার পুত্রটি ছুটিয়া আসিয়া বলিল “বড় বাবু! স্বামীর মাকে কয়েক জনে ঘরে ঢুকিয়া মারিতেছে।” বিদ্যাভূষণ মহাশয় শুনিবামাত্র নিজ কনিষ্ঠকে ভাকিয়া লইয়া ঐ বিধবার গৃহাভিমূখে ধাবিত হইলেন এবং সেখানে পৌঁছিয়া নিজ সহোদরকে ঐ দুৰ্বত্ত্বদিগকে সমূচিত 也发多