পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মধ্যে আগমন । পার্শ্ববৰ্ত্তী গ্রাম সকলের যে কত উপকার হইয়াছে, তাহার বর্ণনা হয় না। ইনি সংস্কৃত কলেজে যে বেতন পাইতেন, তাহা প্রায় ঘরে যাইত না, হরিনাভি স্কুলের শিক্ষকগণের বেতন দিতে ফুরাইয়া যাইত। জিজ্ঞাসা করিলে বলিতেন “অল্প বেতনভোগী শিক্ষকগণের বেতন ফেলিয়। রাখিলে উহাদের বাটির পরিবারবর্গের বিশেষ কষ্ট হইবে।” ইনি স্বাধীন ব্যবসায় বড় ভাল বাসিতেন এবং লোককে ব্যবসায়-বাণিজ্য করিবার উপদেশ দিতেন। ইন্দ্র । সংস্কৃত কলেজে কি শুদ্ধ সংস্কৃত ভাষা শিক্ষণ দেওয়া হয় ? বরুণ। না, কলেজে ইংরাজী শিক্ষাও দেওয়া হইয়া থাকে। এখানে বাঙ্গালী শিক্ষকদিগের স্বারা বি. এ. পৰ্য্যন্ত পড়ান হয়। উপরতলোয় একটি সুন্দর পুস্তাকালয় আছে, তাহাতে বিস্তর স্বন্দর সুন্দর পুস্তক রক্ষিত আছে। ইন্দ্র । আমি ইংরাজ প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলি দেখিয়া বড়ই সন্তুষ্ট হইয়াছি। প্রজাগণকে বিদ্যাশিক্ষণ দ্বারা জ্ঞান দান করা রাজার প্রধান কাৰ্য্য ; অতএব ইংরাজরাজ এই কার্য্যের দ্বারা মহৎ ধৰ্ম্মাহুষ্ঠান করিতেছেন । বরুণ ! বাঙ্গালীয় কতগুলি ইংরাজ প্রতিষ্ঠিত বিদ্যালয় আছে, আমাকে বিশেষ করিয়া বল এবং কোন সময়েই বা দেশে ইংরাজী বিদ্যালয় সকল প্রথম প্রতিষ্ঠিত হয় জানিতে ইচ্ছা করি । বরুণ। ১৮১৪ অব্দের জুলাই মাসে চুচুড়ায় প্রথম ইংরাজী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় । মে সাহেব নামক একজন খৃষ্টান ধৰ্ম্মযাজক ঐ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। কলিকাতার সর্ববৃ৭ সাহেব কত্ত্বক প্রথমে ইংরাজী বিদ্যালয় সংস্থাপিত হয় । ইনি একজন ফিরিঙ্গি ; স্বতরাং ফিরিঙ্গির দ্বারা বিদ্যালয় স্থাপনের প্রথম সূত্রপাত হয় । বঙ্গদেশে প্রেসিডেন্সি, হুগলী, কৃষ্ণনগর, বহরমপুর ও সংস্কৃত কলেজ নামক গবর্ণমেণ্টের দ্বারা প্রতিষ্ঠিত কয়েকটি কলেজ আছে। তদ্ভিন্ন ইহাঙ্গের সাহায্যকৃত কলেজও অনেকগুলি আছে। যথা,— সেন্ট জেভিয়ার্স, ফ্রিচর্চ, জেনারল এসেমব্লি, ক্যাথিড্রাল মিসন, ভবটন এবং লণ্ডন মিসন কলেজ * - ইন্দ্র। ছাত্রগণ ভালরূপ পরীক্ষা দিলে তাহাদিগকে উৎসাহ দেওয়া एग्न ?

  • এক্ষণে ফ্রিচর্চ ও এ জেনালের এসেম্রি ইনষ্টিটিউশন মিলিত হইয়া স্কটিশচৰ্চেস কলেজ হইয়াছে ও ক্যাথিড্রাল মিশন উঠিয়া গিয়াছে —সম্পাদক ।

t':