পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা জল মেখে যাও, মাচ ত কিন্তে পারে না, তবু এই আঁস-গন্ধে যদি ভাত গালে ੇ * উপ। কর্তা-জেঠা ! আমি একটু আঁস-জল মেখে আসবো ? ব্ৰহ্মা । কেন ? উপ। অরুচি মত হয়েচে, ঐ আল-গন্ধে যদি চাটি ভাত গালে উঠে। নারা । আহা! উপর আমাদের দিন দিন সূক্ষ্মবুদ্ধি খুলচে। বরুণ, অপর রাস্তা দিয়া চল । মেছুনী মাগীরা বড় দুষ্ট, ওদিক দিয়ে যাইবার আবশ্বকতা নাই। মাগীগুলো অত সোণা পেলে কোথায় ? বরুণ। অনেক বাবু উহাদের সঙ্গে - এই বাজারটার আয় যথেষ্ট। এখানে প্রায় সকল প্রকার দ্রব্যাদি পাওয়া যায় । এই সময়ে এক ব্যক্তি "চানী চুব ভাজি ভুড় কড়াকড়ি বোলে" স্বর কবিয়া হাকিতে হাকিতে চলিয়া যাইল। দেবগণ মেডিকেল কলেজের নিকট উপস্থিত হইলে পিতামহ কহিলেন, *বরণ। এ বাড়ীটি কি ?” বরুণ । ইহার নাম মেডিকেল কলেজ বা চিকিৎসাবিদ্যালয়। এই বিদ্যালয়ে বালক দিগকে ইংরাজী চিকিৎসাশাস্ত্র শিক্ষা দেওয়া হয় । কলেজটী ১৮৩৫ অব্দে সংস্থাপিত হইয়াছে। বাঙ্গালায় একটী মেডিকেল কলেজ ও চারিট মেডিকেল স্কুল আছে । ইন্দ্র। ভিতরে প্রবেশাধিকার আছে ? “আছে” বলিয়া জলাধিপতি তাহাদিগকে লইয়া ভিতরে প্রবেশ করিলেন এবং বাম পার্থের এক স্থানে যাইয়া পিতামহ দেখেন— যম সেই স্থানে উপস্থিত ! তাহাকে দেখিয়া যম প্রণাম করিলেন । ব্ৰহ্মা। যম! তুমি যে এখানে ? যম। আজ্ঞে, সম্মুখে দেখুন আমার মাল বোঝায়ের জন্য গুদামঘর। গুদামে বিস্তর মাল ঠাসা রহিয়াছে ; চালান দিলেই হয়। যখন কলিকাতায় আসিয়াছি, তখন গুদাম ঘরটা একবার দেখে না গেলে হয় না। আমার বিস্তর কাজ, এক্ষণে প্রস্থান করি। কারণ সিয়ালদার গুদামে যেতে হবে। যম অদৃগু হইলে পিতামহ চাহিয়া দেখেন, গৃহে বিস্তর রোগীর আমদানী 登°领