পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ত্তে আগমন হইয়াছে। রোগীর মধ্যে কোনটার শ্বাস হইয়াছে। কোনটা গেঙ্গাইতেছে। বিস্তর নূতন নূতন রোগী রহিয়াছে, কাহারও পা ডাক্তারের করাত দিয়া কাটিতেছে, কাহারও হাইড্রোপিল কাটিবার জন্য ১•১৫ জন ডাক্তার রোগীটাকে চিং কবিয়া শোয়াইয়া কি উপায়ে অস্ত্র বসাইবে তাহার মতলব করিতেছে । উপ। বরুণ-কাকী ! ওরা কি তরমুজ হাসাচ্চে ? নারা । ভাল বরুণ । রোগীগুলোকে যে অমন ক'রে কাটচে, উহাদের কি যন্ত্রণ বোধ হ'চ্চে না ? - বরুণ । কাটিবার অগ্রে ক্লোরোফরম করিয়া অচৈতন্য করিয়া ফেলে, সুতরাং রোগীরা কোন কষ্ট অনুভব করিতে পারে না । ইন্দ্র। সার্থক অস্ত্র চিকিৎসা ! অত বড় জিনিসটা কাটলে দেখ । বরুণ। দেখুন ঠাকুরদা ! এই স্থানের নাম ফিভার হাসপাতাল। এখানে নানা রকমের রোগীদিগকে চিকিৎসা করা হয়। কোন নূতন রকমের রোগী পাইলে এখানকার চিকিৎসকগণ যত্বের সহিত চিকিৎসা করিয়া থাকেন। এই মেডিকেল কলেজে অনেকগুলি অধ্যাপক আছেন । তাহদের এক এক জনের উপর এক এক রোগ দেখিবার ভার অর্পিত আছে। ঐ অধ্যাপকদিগের অধীনে আবার এক একজন করিয়া অ্যাসিষ্টাণ্ট অর্থাৎ বাঙ্গালী সরকারী ডাক্তার অাছেন । র্তাহারাই রোগী দেখিয়া ঔষধের ব্যবস্থা করেন এবং রোগ নির্ণয় কবিতে অসমর্থ হইলে অধ্যাপককে আনিয়া দেখান। অধ্যাপকেরা বেলা ৬টা হইতে ৯টা পর্যন্ত সহকারী ডাক্তারদিগের প্রদত্ত ঔষধের ব্যবস্থাপত্ৰ সকল দেখিয়া ভাল মন্দ বিচার করেন। নারা। বরুণ এক একজন ডাক্তারের সঙ্গে ২-২৪টা করে ছেলে ঘুরে বেড়াচ্চে কেন ? এত ছেলে জুটলে কোথা হতে ? বরুণ । ছেলেরা সব এই মেডিকেল কলেজের ছাত্র। এই ছাত্রেরা শিক্ষকের সহিত আসিয়া রোগীদিগকে ঔষধ খাওয়ায়, ক্ষত স্থান ধৌত করিয়া ঔষধ লেপিয়া দেয়। . রোগিগণ মনে করে, ইহারাই আমাদের পেটের ছেলে। ফলতঃ ইহারা অসময়ে পুত্রের কাজ করিয়া থাকে। কিন্তু এই সময় হইতেই মাহুৰ মারা শিক্ষা করে ? 畿°曲