পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা উপ। বরুণ-কাকী ! তুমি বল্পে অসময়ে পুত্রের কাজ করে তবে কি মুখাগ্নি পৰ্য্যস্ত করিয়া থাকে ? নারা । ভাল বরুণ । রোগীগুলো মলে কি করে ? বরুণ । মলে মৃতদেহ মেডিকেল কলেজের মধ্যে লইয়া যায় । তথায় ; লইয়া গেলে চামকাঁটার। যেমন মরা গরু পেলে চতুর্দিকে বসিয়া চামড়াখান । কাটিয়া লয়, তদ্রুপ ছেলেরা ঐ মৃতদেহটাকে পরিবেষ্টন করিয়া দেহের মধ্যে কোথার কোন শিরা আছে কাটিং দেখে। ইহাদের দেখা শেষ হইলে ঐ মৃতদেহ কাম্বেল হাসপাতালে প্রেরিত হয়, তথাকার বাঙ্গল ক্লাসের ছাত্রেরা আবার দেখে । তাহদের দেখা শেষ হইলে লাস জালাইবার হুকুম দেওয়া হয়। আবার সময়ে সময়ে কলেজের মুদাফরাসের চুণের জলে দেহ পচাইয়া কঙ্কালগুলি লয় ও যেখানকার যে হাড়-ঠিক করিয়া তারে গণথিয় বিক্রয় করিয়া থাকে ! এই ফিভার হাসপাতালের নীচে বাঙ্গালী, উপরে ইংরাজ রোগীরা বাস করে । এখান হইতে বাহির হইয়া দেবরাজ জিজ্ঞাসা করিলেন “বরুণ ! বাহিরে দেখা যাইতেছে ওটা কি ?” বরুণ। উহার নাম মিডুইফরি ওয়াড অর্থাৎ অসহায় স্ত্রীলোকদিগের প্রসব করাইবার স্থান। ঐ স্থানে কয়েকজন বিবি দাই আছেন । কোন স্ত্রীলোকের প্রসব-বেদনা উপস্থিত হইলে ঐ বিবি দাইয়ের প্রসব করাইয়া থাকেন। তাঁহাদের অসাধ্য হইলে প্রথমতঃ ছাত্রগণ, পরে আমিষ্টান্ট সাৰ্বন এবং তৎপরে অধ্যাপক আসিয়া দেখেন। তাহাদের সকলের অসাধ্য হইলে শমন আসিয়া হাত দেন । এখান হইতে সকলে মেডিকেল কলেজের হলে উপস্থিত হইলে বরুণ কহিলেন এই দালানটীতে বেথুন সোসাইট বসিয়া থাকে এবং এই হলে কলেজের এনাটমির লেকচার অর্থাৎ দেহতত্ব সংক্রাস্ত বক্তৃত হয়। এখান হইতে র্তাহারা অপর গৃহে যাইয়া দেখেন, ছেলেরা টেবিলের উপর আন্ত জান্ত মড়া ফেলিয়া কাটিয়া কাটিয়া দেখিতেছে, অধ্যাপক নিকটে বসিয়া প্রশ্ন জিজ্ঞাসা করিতেছেন । পিতামহ কহিলেন “বরুণ । এ স্থান হইতে । পালাই চল ।” বরুণ। অজ্ঞে চলুন । , 3. তৎপরে দেবগণ চিত্রশালার মধ্যে প্রবেশ করিয়া দেখেন-কাচের মধ্যে - ¢\©ግ দেব-৩৪