পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা থাকিলে পেত্নী বলিয়া ভয় হয় । এই সময় জাহাজের খালাসির দলে দলে আসিয়া উপস্থিত হইল। মাগী গুলো তাহাদিগের এক একটাকে যেন লুপে নিয়ে অদৃপ্ত হইল। উপ । বরুণ-কীক ! এখান হতে চল ; মাগীগুলো মিন্সে-ধরা । বরুণ দেবগণকে গলি ঘূজির মধ্যে দিয়া হাড়কাটা গলির মধ্যে আনিয়া উপস্থিত করিলেন । ব্ৰহ্মা । বরুণ ! এ বাড়ীটি কাহার ? বরুণ । বড়ালদের । ব্ৰহ্মা। ইংরাজরাজ্যে সকলই অদ্ভুত । বরুণ । এতে আর অদ্ভূত হলো কি ? ব্ৰহ্মা ! অদ্ভুত নয় । বেড়ালের এমন সুন্দর ও এত বড় বাড়ী করলে এর চেয়ে আর অদ্ভুত কি হতে পারে। * বরুণ । অাঞ্জে বেড়াল নয় বড়াল । কিছু দূর অগ্রসর হইয়া বরুণ কহিলেন “এই স্থানে যত বাঙ্গালী বেশুর। বাস করে। স্থানটি বদমায়েসীর প্রধান আড্ডা। আমাদের সৌভাগ্য যে বোমাগীরা এক্ষণে ঘুমাইতেছে । সমস্ত রাত্রি জাগিয়া এই সময়ে মাগীগুলো ঘুমায় আবার সন্ধ্যাকালে সকলে উঠিবে এবং যাহার যেমন সম্বল সাজ গোজ করিয়া এই রাস্তাগুলায় ছুটাছুটি করিয়া তোলপাড় করিবে। ঐ সময়ে ইহারা কি ভদ্র কি ইতর যাহাকে পায় হাত ধরিয়া টানাটানি করে। ঐ সময়ে আবার এই ব্যবসায়ের দালালেরাও রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়ায় ।” ব্ৰহ্মা । এ স্থানের নাম কি ? - বরুণ । আঞ্জে এই স্থানে মহিষের শৃঙ্গ প্রভৃতি দ্বারা চিরুণী প্রস্তুত হওয়ায় স্থানটর নাম হাড়কাটা গলি হইয়াছে। - উপ। বরুণ কাকা । এখান থেকে পলায়ে চল—আমার বড় ভয় করচে বরুণ । তোর ভয় করচে কেন ? উপ। ভাল ভাল লোকের মুখে শুনেছি এ রাস্ত দিয়ে লোক যাইলে দাত কেটে নেয় । - এই সময় দেবগণ দেখেন—একটী বাড়ী হইতে একজন শিখাধারী বৃদ্ধ ব্ৰাহ্মণ পুত্রের সহিত বাহির হইলেন, উহাদিগের হস্তে বস্ত্রে বাধা নানাপ্রকার ফ্রব্যসামগ্রী। উভয়ে তখন পাণ চিৰাইতেছে। বৃদ্ধ কহিল “দেখলে বাবা। 载°争