দেবগণের মর্ত্যে আগমন কেমন যজমান করেছি ? ইহার বেতা বটে ; কিন্তু দিতে খুতে রাজা রাজড়ার অপেক্ষ ভাল । মেয়ের বাপ কেমন দাতা দেখলি ? মাগী যা বল্পে তৎক্ষণাৎ তাই দিলে । ইহাকে পরিবার অপেক্ষাও ভাল বাসেন ও কথা শুনেন। বাবু বড় কম লোক নন, একজন উচ্চ বংশের বংশধর। বাড়ীতে । অস্তাপি দোল-দুর্গোৎসব হয়। উহার দান খয়রাতও যথেষ্ট আছে। এবার পূজায় আমাকে বিদায় দিতে চেয়েছেন । তোমাকে এনে সকলের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিচ্চি, কি জানি কবে আছি কবে নাই। তুমি যদি এই সব যজমানের মন-যোগাইয়া চলিতে পার সুখে কাটাবে। কিন্তু সাবধান ! দেশে এ কথা প্রচার করো না, লোকে একঘরে করে আমাদের জাতি মারিবে। আমি এ বৎসর এক একশত ঘর যজমানের বাড়ী কালীপূজা করেছি। তোমাকে শেখাই—বেঙ্গ বাড়ীর পূজায় প্রতিমার প্রাণপ্রতিষ্ঠা করে ঘেটাইতে নাই, শুদ্ধ নমঃ নমঃ করিয়া ফুল ফেলিয়া যত কাজ সারিতে পার ততই ভাল ।” - উহারা চলিয়া যাইলে পিতামহ কহিলেন, “বকুণ ! ঐ বৃদ্ধ ব্রাহ্মণ কি বলিতেছেন ?” বরুণ। উহারা কোন পল্লীগ্রামের ভাল ব্রাহ্মণ । সংসার নিববর্ণহীর্থ বেগুণবাড়ীতে পৌরোহিত্য গ্রহণ করিয়াছে। সম্প্রতি যজমান কন্যার অন্নপ্রাশন উপলক্ষে কলিকাতায় আসিয়াছে। এবার পুত্রকে সঙ্গে করিয়া অানিয়া যজমানদিগের সহিত পরিচয় করিয়া দিতেছে এবং কি উপায়ে বেগুলিয়ে ক্রিয়া কৰ্ম্ম করিতে হয় তদুপদেশ দিতেছে। . ব্রহ্মা। ছ ! কলিতে যাহা কিছু ঘটিবার সকলই ঘটিয়াছে আহা ! বুড়ো বামুন মরিবার বয়েস এখনও শমনের ভয় নাই! মাথায় ত শিখাটখা রেশ রেখেছে। উপ। কর্তা জেঠা ! বলত ছুটে গিয়ে ওর শিখাটা ছিড়ে জানি । ইজ। পাছে বৃদ্ধ বয়সে হঠাৎ মৃত্যু হইলে পুত্র এই সমস্ত যজমান জানিতে না পারে এই আশঙ্কায় পরিচয় দিতে জানিয়াছে। ... এই সময় দেবগণ দেখেন—একটি বাড়ীর দরজা তালাবদ্ধ। বাটীর মধ্যে যেন দুই তিনটা হীলোক বলাবলি করচে আমাদের মৃত্যুই ভাল, মচুন্যজীবনের কোন সাধই আমাদের ভাগ্যে ঘটিল না । পিতা মাত কুলীন দেখে বে: দিলেন এর চেয়ে দিলে মেলে দিতেন ভাল হত। আমাদের মুখ কি ?
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।