পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন ব্ৰহ্মা । ডাক্তার সরকার কে ? বরুণ। ইহার নাম মহেন্দ্রলাল সরকার। এমন ডাক্তার কলিকাতায় দ্বিতীয় নাই ; ইনি হোমিওপ্যাথিক মতে চিকিৎসা করেন। ইনি কলিকাতা মেডিকেল কলেজের একজন অত্যুৎকৃষ্ট ছাত্র । ১৮৬৩ খৃষ্টাব্দে উক্ত কলেজের সৰ্ব্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হইয়া প্রথম স্থান অধিকার করেন । তদবধি ইনি অতি সুখ্যাতির সহিত এলোপ্যাথি চিকিৎসা করিতে থাকেন । পরে বিদ্যাসাগর মহাশয়ের প্ররোচনায় ও রাজেন্দ্র দত্তের দৃষ্টাস্তে ইনি হোমিওপ্যাথি চিকিৎসা আরম্ভ করেন, ও এ পর্য্যস্ত হোমিওপ্যাথি চিকিৎসা করিতেছেন । ইহার কলেরা পুস্তক হোমিওপ্যাথির একখানি শ্রেষ্ঠ পুস্তক। দেশে বিজ্ঞানচর্চার জন্য ইনি প্রাণপণ যত্ব করিতেছেন । ইহারই যত্বে কলিকাতা বিজ্ঞানসভা প্রতিষ্ঠিত হয়। এই সভা বহুবাজারে অবস্থিত। ইহার দ্বারা দেশে বিজ্ঞানচর্চার যথেষ্ট স্ববিধা হইয়াছে । পিতামহ ! এই বহুবাজার বিড়ালের বের জন্য বিখ্যাত। কোন বিখ্যাত জমীদার এখানে একটা বেশ্ব রাখেন এবং ঐ বেখ্যার সখের বিড়ালের “বে” তে বিস্তর টাকা ব্যয় করিয়া, বাটী যাইয়া স্ত্রীকে সগৰ্ব্বে কহেন, “আমার মত জমীদার কে আছে ? আমি একটা বিড়ালের “বে"তে এত টাকা খরচ করিয়া আসিলাম * . তৎশ্রবণে র্তাহার স্ত্রী কহিলেন, “এমন লোকও আছে যে বানরের “বে*তে তোমার বেড়ালের বের খরচ অপেক্ষা বিশ গুণ টাকা ব্যয় করিয়াছেন।” বাবু তৎশ্রবণে কহিলেন, “তোমার মিথ্যা কথা, সে লোক কে ?” স্ত্রী শুনিয়া কহিলেন, “কেন আমার শ্বশুর,—তোমার “বে”তে ? নারা। এখনও কি বিড়ালের পিতা বাবুর বিষয় আছে ? বরুণ। আছে। বিস্তর টাকার বিষয়—সহজে যাবে না । بلا এখান হইতে সকলে বৌবাজার বৈঠকখানার মধ্যে যাইয়া প্রবেশ করিলেন এবং অনেক সুন্দর সুন্দর ছবি দেখিয়া প্রশংসা করিতে লাগিলেন । বরুণ কহিলেন, “প্রাতে ৭ ঘটিকা হইতে ১০ ঘটিকা পৰ্য্যস্ত এবং অপরাহ্র ৩ ঘটিকা হইতে ৬ ঘটিকা পৰ্য্যন্ত এই স্থান সাধারণ দর্শকদিগের নিমিত্ত খোলা থাকে।” এখান হইতে বহির্গত হইয়৷ পিতামহ কহিলেন, “বরুণ ! বাসায় চল, আজ আর না ।” দেবগণ তাহার কথায় সম্মত হইয়া বাসাভিমুখে চলিলেন । যাইতে যাইতে বরুণ কহিলেন, “পিতামহ । আর্ট, স্কুল দেখুন।”

  • কয়েক বৎসর হইল ডাক্তার সরকারের মৃত্যু হইয়াছে —সম্পাদক ।

徽姆象