পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ব্ৰহ্মা। এ স্কুলে কি শিক্ষা দেওয়া হয় ? বরুণ । এখানে কারিগরি শিক্ষা দেয়-অর্থাৎ অঙ্কিত করা, ক্ষোদাই করা, প্রতিমুক্তি নিৰ্ম্মাণ করা প্রভৃতি শিক্ষা দেওয়া হইয়া থাকে। এই বিদ্যালয়ের ছায়গণ কত্ত্বক দেব-দেবীর প্রতিমূৰ্ত্তি সকল পূৰ্ব্বাপেক্ষ অনেক উন্নত আকারে অঙ্কিত হইয়া বাজারে বিক্রয় হইতেছে। : ব্ৰহ্ম । বেশ বেশ–বর্তমান সময়ে চাকরীর যেরূপ অবস্থা, তাহাতে এইরূপ স্কুলের সংখ্যা যত বেশী হয় ততই ভাল। কলিকাতার স্বত্রধর ও কৰ্ম্মকারের বিদ্যা শিক্ষা দিবার কোন স্কুল আছে ? ররুণ । আজ্ঞে না ; ঐ স্কুল ঢাকা, রাচি, রঙ্গপুর প্রভৃতি স্থানে আছে। ব্ৰহ্মা । সেখানে থাকূলে কি হবে ? কলিকাতার মধ্যে দুই চারিট থাকা উচিত । এই সময় দেৱগণ একটি বাড়ীর দ্বারের নিকট যাইয়া দেখেন—এক আশী বৎসরের বুড়ো,—চুলগুলি শাদা হইয়াছে, চক্ষে চশমা আছে, কহিতেছেন— "এ-এ-এ-তেওয়ারি ! ছোট বাবু কোথায় ?” “ আঞ্জে, আজ শনিবার, তিনি বাগানে গিয়াছেন ।” “এ-এ-এ-মেজো, বড় ও সেজে৷ বাৰু ?” *আঙ্গে, সকলেই বাগানে গিয়াছেন ।” - “এ-এ-এ-আমি বুঝি এক বাড়ী থাকবে ? একখানা গাড়ী ডাক ৷” ইন্দ্র । বরুণ ! বাগানে কি ? বরুণ। বাবুর মোসাহেব ও বেশ্বা লইয়া গিয়া আমোদ করেন। কলিকাতার ধনী বাবুদের মধ্যে যাঙ্গর বাগান নাই বা যিনি বাগানে যান না, তিনি বাবুই নন। ঐ বাগানে বাবু যান, বাবুর রক্ষিতা বেখা যান ও মোসাহেবরা যান । মোসাহেবদের সেবার জন্য মাছ মাংস ও খাদ্য দ্রব্যের সহিত ২৪টে ভাড়াটে বেশ্বাও সঙ্গে লইয়া যাওয়া হয় এবং সমস্ত রাঞ্জি মদ, মাংস, বেগু, পান, তামাক, ভাস ও পাশা খেলার শ্রাদ্ধ হয়। নারা। বুড়ে বেটার মরবার বয়েস, কিন্তু রস ত মরে নাই! ইন্দ্র। রস মরবে নিমতলার ঘাটে গেলে। দেবগণ বাসার নিকট উপস্থিত হইয়া দেখেন-পূৰ্ব্বপরিচিত সন্দেশক্রেতা বাবু একটি দোকানের মধ্যে প্রবেশ করিয়া উত্তম উত্তম বস্ত্র বাছিয়া কৃপাকার করিয়া দর দপ্তর করিতেছেন। মুটে সদেশের ইড়ি কোলে করিয়া - ¢ 8\ጋ