পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন দোকান-ঘরের বারাগুীয় বসিয়া আছে। বক্সের দর করা শেষ হইলে বাৰু মূটেকে দেখাইয়া কহিলেন, “ঐ আমার চাকর বসিয়া রহিল, আমি একবার চট, ক'রে বাড়ী থেকে দেখাইয়া আনি” বুলিয়া প্রস্থান করিলেন। দেবতারাও বাসায় যাইয়া প্রবেশ করিলেন। হস্তপদ প্রক্ষালন করিয়া গল্প করিতেছেন, এমন সময়ে শুনিলেন দোকানঘরে ভয়ানক গোলমাল । তাহারা তৎপ্রবণে বাহিরে আসিয়া দেখেন, লোকে লোকারণ্য। যে ব্যক্তি বস্ত্র খরিদ করিতেছিল, সে জুয়াচোর। মুটেকে ভৃত্য বলিয়া বসাইয়ু বাথিয় যাওয়ায় দোকানীরা যাইতে দিয়াছিল, এক্ষণে লোকটা আর ফিরিল না দেখিয়া মূটেকে ধরিয়া টানাটানি করিতেছে, “তুই বেট বল, তোর মনিবের বাড়ী কোথায় ?” মুটে অবাক হইয়া কহিতেছে, “সে বেটা আমার সাতপুরুষের মনিব নয়। আমি মুটে ; মুটেগিরি ক’রে দিন কাটাই ; আমাকে চারি জানা দিয়ে ভবানীপুরে পাঠাবে চুক্তি ক’রে ডেকে আনাতেই সঙ্গে সঙ্গে আসিয়াছিলাম, তার পর তোমাদের দোকানের মধ্যে গিয়া কি ব’লে কাপড় নিয়ে গেল—সে জানে আর তোমরা জান, আমি কি জানি।” দোকানী কহিল, “শালা জুয়াচোর প্রবঞ্চনা ক'রে প্রায় ৫ •৬• টাকা হাতিয়ে নিয়ে গেছে । নে, মুটে বেটার নিকট হইতে সদেশের ইড়িটে কেড়ে নে ; শালা ত সৰ্ব্বনাশ করেছেই, তবু মিষ্টিমুখ করা যাবে।” - ব্ৰহ্মা । বরুণ ! এ কি ? কলিকাতা ইংরাজ রাজধানী না বদমায়েসের আডিডা ! - দেবগণ বাসায় আসিলেন। উপ ইয়ারগণের বাসায় গেল। দেবগণ বসিয়া যখন কলিকাতার জুয়াচোর সম্বন্ধে কথোপকথন করিতেছিলেন, তখন উপ’র नशदब्रट्झद्रा ७हे कीउन्नैि ग्रंiश्रिउहिल ।

  • এবার আমি বুঝব হরে ।

ঐ যে ধরবো চরণ লব জোরে ॥ পিতা পুত্রে দেখা হ’লে একটা কথা কব তারে। সে যে পিতা হয়ে মায়ের চরণ হৃদে ধরে কোন বিচারে । ভোলানাথের ভুল ধ’রেছি, বলৰ এবার যাবে তারে । ভোলা আপন ভাল চায় যদি সে চরণ ছেড়ে দেক আমারে । মায়ের ধন কি পায় না বেটায়, সে ধন নিলে কোন বিচারে। ভোলা মায়ের চরণ ক'রে হরণ, মিছে মরণ দেখায় করে । & 88