পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মথুরা ব্ৰহ্ম । তীর্থ করিবার অভিপ্রায়ে এখানে এসে যাহারা পাপ করে, তাহারাই কচ্ছপযোনি প্রাপ্ত হয় । দেবগণ গামছায় করিয়া জল লইয়া যোগে যোগে স্নান করিলেন এবং আহারাদি করিয়া অপরাহ্লে এক্কাযোগে বৃন্দাবনে চলিলেন, দেবগণের একাও যেমন সবেগে বৃন্দাবন অভিমুখে ছুটিল, ৮.৯ জন ভিক্ষুক বালকও পশ্চাৎ পশ্চাৎ "বাবুমহাশয় একটি পয়সা” “কৰ্কাণাৰু একটি পয়সা” বলিয়া চীৎকার করিতে করিতে ছুটিল । তাহারা বৃন্দাবনের অৰ্দ্ধেক রাস্ত পৰ্য্যন্ত যাইলে পিতামহ কহিলেন, “কৃষ্ণ ! দু’চারটি পয়সা দেও।” নারা। দেখা যাক না-বেটারা কতদূর দোঁড়িতে পারে ? ব্ৰহ্ম | ছি ! তুমি এমন নিষ্ঠুর হইতেছ কেন ? যদি ছুটিতে ছুটিতে মারা পড়ে? এ পাপের প্রায়শ্চিত্ত তোমাকেই ভোগ করিতে হইবে। দূর হইতে র্তাহারা শেঠঞ্জের ঠাকুরবাডির সোনার ভালগাছ দেখিতে পাইলেন। ব্ৰহ্মা | বরুণ ! ও তালগাছ কাহাদের ? বঞ্চণ। মথুরার শেঠেদের । ইহাদের বিস্তার ঐশ্বর্ঘ্য । মথুরার রাজবক্সের পার্থে যে প্রকাণ্ড ইন্দ্ৰালয়তুল্য বাড়ী দেখিলেন, উহা ঐ শেঠেদের । এই শেঠেদের ইচ্ছা আছে, নিজ ব্যয়ে মথুরা হইতে বৃন্দাবন পৰ্য্যন্ত রেল করিয়া দেন। রন্দাবন দেবতারা বৃন্দাধনে উপস্থিত হইয়া গোবিন্দজীর মন্দিরের সন্নিকটস্থ চৈতন্তদাস বাবাজীর কুঞ্জে বাসা লইলেন । চৈতন্যদাস বাবাজার বয়স ৭•৭৫ হইবে, তাহার আজামুলম্বিত শ্মশ্র শণের ন্যায় ধপধপে সাদা বাবাজী প্রায়ই ৬০৭০ জন সেবাদাসী লইয়া বিরাজ করেন। দেবগণ র্তাহার সহিত আলাপ করিয়া বিশেষ অসন্তুষ্ট হইলেন । কারণ, সে বৈষ্ণব অথচ ভাগবতের কোন বিষয়ই জানে না ; কথাবাৰ্ত্ত। এত খারাপ যে, শুনিলেই বোধহয় এ ব্যক্তি ইতর-জাতীয় দম্য ছিল, রাজদণ্ডভয়ে বৃন্দাবনে আসিয়া ভেক লইয়া ছদ্মবেশে আছে। দেবরাজ কহিলেন, “বাবাজীর চৈতন্যদেবের কথা কিছু জানা আছে ?” “জানি বই কি” বলিয়া বাবাজী কহিল, “চৈতন্যদেব শচী মায়ের ব্যাট । তিনি যখন সন্ন্যাসী হয়ে লবদ্বীপ হতে পেলয়ে আসেন, চাকদার ঘাটে একজন &?