পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা মাত্র থাকিয় ফোর্ট উইলিয়ম কলেজে ৪০ টাকা বেতনে অধ্যাপকের পদ প্রাপ্ত হইয়াছিলেন । ইহার পর ইনি ৫০ টাকা বেতনে কৃষ্ণনগর কলেজের প্রধান পণ্ডিত হইয়াছিলেন । তথায় এক বৎসর মাত্র কাজ করিয়া সংস্কৃত কলেজের সাহিত্য-শাস্ত্রাধাপকের পদে ৯০ টাকা বতনে নিযুক্ত হন । ১২৫৭ সালে মদন-মোহন শিশুশিক্ষা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগ রচনা করেন । ইহার কয়েক বৎসর পরে ইনি মুরশিদাবাদের জজ পণ্ডিতের পদ প্রাপ্ত হন। ঐ পদের বেতন ১৫ • টাকা । ছয় বৎসর কাল জজ পণ্ডিতের কাজ করিয়া ঐ স্থানের ডেপুটী ম্যাজিষ্ট্রেট হইয়াছিলেন ; এই সময়ে ইনি মুখশিদাবাদের হিতের জন্ত মধ্যে মধ্যে সভা করিয়া বক্তৃত্ব করিতেন এবং বিধবা ও অনাথ বালকদিগের সাহায্যার্থে একটি দাতব্য সভা সংস্থাপিত করিয়াছিলেন । তদ্ভিন্ন ঐ স্থানে একটি অতিথিশালাও স্থাপন করেন । ১৮৬৫ সালে ১৫ আইন পাশ হয় । এই আইনের সার মৰ্ম্ম বিধবাবিবাহজাত পুত্ৰগণ পৈতৃক বিষয়ের উত্তরাধিকারী হইবে । এই আইন প্রচলিত হইলে মদনমোহন ঘটক হইয়া শ্ৰীশচন্দ্র বিদ্যারতুেব সহিত এক বিধবার বিবাহ দিয়া ফেলেন । এই দোষের জন্ত তর্কালঙ্কারকে দেশে প্রায় ৮৯ রৎসর পর্য্যস্ত সমাজচ্যুত হইয়া থাকিতে হইয়াছিল। ইহার পর ইনি কান্দি সবডিবিসনের ভার প্রাপ্ত হন । ইনি কান্দির অনেক উন্নতি করিয়াছিলেন । তথায় ই হার যত্নে একটি বালিকা-বিদ্যালয়, একটি অতিথিশালা, চিকিৎসালয় এবং রাজপথ প্রভৃতি নিৰ্ম্মিত হয়। এ স্থানেই ১২৬৪ সালে ই হার বিস্তুচিকণ রোগে প্রাণত্যাগ হইয়াছিল । দেবগণ যখন কবি মদনমোহন তর্কালঙ্কারের সম্বন্ধে কাথাপকথন করিড়েছিলেন, সেই সময়ে উপ সমবয়স্কদিগের বাসা হইতে কতকগুলো বাঙ্গাল ও ইংরাজী সংবাদপত্র বগলে করিয়া আসিয়া উপস্থিত হইল । নারায়ণ তাহার প্রতি চাহিয়া হাস্ত করিয়া কহিলেন, “উপ যেন আমাদের বৃহস্পতির প্রপৌত্র সেজে এসেছে ।” দেবতারা ইহার পর জলযোগ করিলে ইন্দ্র কহিলেন, “পিতামহ । মর্ত্যে আসিয়া কেবল পাপকার্য দেখা যাইতেছে। লোকের আচার-ব্যবহার দৃষ্টি বোধ হয় এক্ষণে কলির শেষ দশা ; অতএব আপনি কলিমাহাত্ম্য বর্ণন করুন । ব্ৰহ্মা। , এই কলিকালে সত্য, ধৰ্ম্ম, পবিত্রতা, ক্ষমা, দা, আয়ু, বল এবং স্মৃতি বিনষ্ট হইবে। এই কালে ধনই মন্থক্টের সব শ্রেষ্ঠ পদার্থ হইবে 盘8气