পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন এবং ধৰ্ম্মনিৰ্দ্ধারণ-বিষয়ে ধনই বলবৎ হুইবে । এই কলিতে রুচি অনুসারে বিবাহ ক্রয়-বিক্রয় হইবে । এই কালে ব্রাহ্মণদিগের চিহ্ন মধ্যে কেবল যজ্ঞস্থত্র গাছটি গলে থাকিবে ; আচার বিনয় বিদ্যা প্রভৃতি গুণগুলি তাহাদিগের নিকট হইতে বিদায় লইবে । কলির পণ্ডিতেরা বহুবাক্য ব্যয় করিবেন এবং অর্থলোভে অন্যায় ব্যবস্থা-পত্র প্রদান করিতেও সঙ্কুচিত হইবেন না। এই সময়ে কেশধারণ কেবল সৌন্দর্যের জন্য হইবে । মচুন্যগণ সব্বণি শীত, বাত, রৌদ্র, বর্ষা, ক্ষুধা, তৃষ্ণা, ব্যাধি এবং চিস্তার দ্বারা অতিশয় কষ্ট পাইবে । মচুন্যদিগের পরমায়ু ৫ • বৎসর স্থির থাকিবে, কিন্তু অধিকাংশ ২২২৫ বৎসর বয়সেই মানবলীলা শেষ করিবে । এই কালে দেহিদিগের দেহ খববৰ্ণকৃতি ও ক্ষীণ হইবে এবং মনুষ্যদিগের জাতিভেদ ও বর্ণভেদ থাকিবে না । ময়ূন্যেরা চৌর্য্যকার্য্যে তৎপর হইবে, মিথ্যা ভিন্ন সত্য ভ্ৰমেও বলিৰে এবং বৃথা হিংসা ইহাদিগের স্বভাবসিদ্ধ গুণ হইবে । এই কালের গো সকল ছাগবৎ খববৰ্ণকৃতি হইয়া অল্প দুগ্ধ প্রদান করিবে, ঘূতাদিতে পূব্বের ন্যায় গন্ধ ও মিষ্টতা থাকিবে না এবং বৃক্ষাদিতেও প্রচুর পরিমাণে ফল জন্মাইবে না। লোকে পিতা মাতার প্রতি বীতশ্রদ্ধ হইবে, ভ্রাতা ভ্রাতার সব্বনাশের চেষ্টা করিবে । ঔষধ সকলের গুণ ক্ষীণ হইবে, মেঘ হইলে জল হইবে না, কেবল বিদ্যুৎ ও বজ্রপাত হইবে এবং মনুষ্যগণের গর্দভের ন্যায় আচরণ হইবে। কলিতে ছল, মিথ্যা, আলশু, হিংসা, দুঃখ, শোক, মোহ, ভয় ও দৈন্যদশার প্রাধান্ত হইবে। এই সময়ে মন্তব্যগণ ক্ষুদ্রদর্শী, অল্পভোগী ও ধনহীন হইবে। প্রত্যেক গ্রাম ও নগর পাষণ্ড ও দস্থা দ্বারা পরিপূর্ণ থাকিবে । ব্রাহ্মণেরা অত্যন্ত পেটুক হইবে, নিমন্ত্রণ হইলে জাতিবিচার করিবে না। হীলোকের খবরাকৃতি, অধিকভোজী হইবে এবং বহু সন্তান প্রসব করিবে । তাহাদের লজার হ্রাস হইবে । স্বামীরা গুরুর ন্যায় স্ত্রী-সেবা করিবে ও অত্যন্ত ন্ত্রৈণ হইবে। শূত্রেরা ব্রাহ্মণের ন্যায় গুণ গ্রাপ্ত হইয়া ধর্শ্বচর্চা করিবে এবং ব্রাহ্মণের শূত্রের স্তায় তাহাদিগের নিকট ব্যবস্থা লইতে বাইবে। অন্নকষ্ট, অতিবৃষ্টির প্রাচুর্ভাব হইবে এবং লোকের অন্নবস্ত্র, পান-ভোজন-স্থান ও ভূমি থাকিবে না। যৎসামান্ত অর্থ লইয়া ভ্রাতৃবিচ্ছেদ ঘটিবে। লোকে অন্নাভাবে মাতা, পিতা, পুত্র, কন্যা ও পত্নীকে প্রতিপালন করিতে সক্ষম হইবে না। স্ত্রী পুরুষ বালক বৃদ্ধ প্রত্যেককেই পরিশ্রম করিয়া খাদ্যদ্রব্য সংগ্ৰহ করিতে হইবে। কপট ধৰ্ম্ম প্রচারকের সংখ্যা বৃদ্ধি হইবে। ¢ ፀbም