পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা দেশে বেদের চর্চা বিলুপ্ত হইয়া মন্ত্ৰ সকলের পাঠবিকৃতি হইবে ও ব্রাহ্মণের সেই সকল বিকৃত মন্ত্র পাঠ করিয়া নিজেদের ও যজমানদিগেব সৰ্ব্বনাশ করিবে । বরুণ । যাহা বলিলেন, সমস্তই হইয়াছে । ইন্দ্র । কলিতে যখন পাপীর সংখ্যা এত বৃদ্ধি হইবে, তখন নরকে স্থান হইবে না । উপ । কতকগুলো নূতন নরক নিৰ্ম্মাণ করতে হবে । ব্ৰহ্মা | এই কালে লোকে দিনান্তে একবারমাত্র হরিনাম উচ্চারণ করিলে সব্বপাপ হইতে মুক্ত হইবে । ইন্দ্র । কলির শেষ দশাতে কিরূপ দাড়াইবে ? ব্ৰহ্মা । যখন পাপীর সংখ্যা অত্যন্ত বৃদ্ধি হইবে এবং লোকের জাতিবিচার ও ধৰ্ম্ম বিচার থাকিবে না, সেই সময় নারায়ণ সম্বলপুরে বিষ্ণুৰ্যশাঁর গৃহে কবিরুপে জন্মগ্রহণ করিবেন এবং দেবদত্ত অশ্বারোহণে পৃথিবী পরিভ্রমণ পূৰ্ব্বক কোটি কোটি পাষণ্ডকে হস্তস্থিত খড়গ স্বারা শমনসদনে পাঠাইবেন । তৎপরে র্তাহার গাত্রের চন্দনগন্ধ বায়ু দ্বারা যে ব্যক্তির গাত্র স্পর্শ করিবে, সে সৰ্ব্বপাপ হইতে মুক্ত হইবে এবং আবার সত্যযুগ আরম্ভ হইবে। সেই সময়ে চন্দ্র, সূৰ্য্য, এবং বৃহস্পতি এক রাশিতে মিলিত হইবেন । অনেক রজনী পর্যন্ত সকলে কলিমাহাত্মা শুনিয়া নিদ্রাভিভূত হইলেন এবং প্রাতে উঠিয়া কলের জলে স্নান করিলেন । পিতামহের সর্দিবোধ হওয়ায় অদ্য আর স্নান কবিলেন না । ভিজা গামছায় গাত্র মার্জন করিলেন । বরুণ কহিলেন, “ও কঁচা-পাকা জলে স্নান করিলে ভাল হইত ; নচেৎ সর্দি বসিয়া যাইলে বড় কষ্ট পাইবেন।” নারায়ণ কহিলেন, “অপরাহ্লে কতকগুলি গরম জিলাপী খাইবেন, সর্দির পক্ষে উহা আমোঘ ঔষধ * অন্ন ব্যঞ্জন প্রস্তুত করিয়া সকলে আহারে বসিবার উদযোগ করিয়া উপ’কে বারংবার ডাকিতে লাগিলেন । উপ *যাচ্চি” “যাচ্চি” বলিয়া বিলম্ব করিলে নারায়ণ কহিলেন ও কতকগুলো বাঙ্গালা ও ইংরাজী সংবাদপত্র দেখিয়া কি লিখিতেছে । . দেবরাজ কহিলেন, “বোধ হয় হাত পাকাচ্চে, শুনেছে—হাতের লেখা ভাল না হ’লে কলিকাতায় চাকরী হয় না।” উপ’কে অনেক ডাকাডাকি করার পর আসিয়া আহারে বসিল । আহারাস্তে পাণ তামাক খাইয়া দেবগণ বিশ্রাম করিতে লাগিলেন । পিতামহের t 6э.