পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন ইন্দ্র । এখানে জল আনিয়া কোথায় সঞ্চিত হইতেছে ? বরুণ । এই স্থানে পূৰ্ব্বে ওয়েলিংটন স্কয়ার নামক একটা পুষ্করিণী ছিল। এক্ষণে সেই পুষ্করিণীটার জল শুষ্ক করিয়া গজগিরি করিয়া বাধান হইয়াছে। ঐ পুষ্করিণীর উপরটা খিলান করা এবং ভিতরটা উত্তমরূপ চুণকাম কবিয়া তাহাতে বালি প্রভৃতি যাহাতে জল বিশুদ্ধ হয় এমন সব দ্রব্য পরিপূর্ণ করা হইয়াছে। উপ। ভিতরে মেলা মড়ার হাড় আছে না ? বরুণ । মড়ার হাড় থাকবে কেন ? উপ। তা না হ’লে জল পরিষ্কার হবে কেন ? গঙ্গার জল যে এত পরিষ্কার শুদ্ধ কেবল মড়ার হাড় থাকাতে । বরুণ । তুই থাম্। সেই পুষ্করিণীর উপর যে খিলান আছে, তদুপরি মাটি চাপা দিয়া স্থানে স্থানে বাজরি করিয়া দেওয়া হইয়াছে। ঐ দেখুন দেখা যাইতেছে। যখন আবশ্বক হয়, বাজরি খুলিয়া জল পরীক্ষা করিয়া দেখা হইয়া থাকে। ঐ স্থানের মধ্যস্থলে দেখুন, একটী ফোয়ারা রহিয়াছে। ঐ ফোয়ারা দিয়া জল উঠাইয়া পরিষ্কার হইয়াছে কি না দেখা গিয়া থাকে, তৎপরে উহার চতুষ্পাশ্বশ্ব ঐ সমস্ত কৃপাকার প্রস্তরের উপর জল পতিত হওয়ায় ময়লা পরিষ্কার হয়, আবার ভিতরে প্রবেশ করে, এবং পাইপের মধ্য দিয়া লোকের বাড়ী বাড়ী যায়। প্রথমে কলের জল কলিকাতার লোকে পান করে নাই ; কিন্তু যখন সোমপ্রকাশ-সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশে বুঝাইয়া দেন—কলের জলে কোন দোষ নাই, তখন সকলে পান করে । ব্ৰহ্মা। বুদ্ধিবলে ইংরাজের জলকেও বশ করিয়াছে। বরুণ। ঐ দুঃখে আমি আমার জলাধিপতিত্বের কাজ একপ্রকার পরিত্যাগ করিয়াছি। তবে অনেককালের চাকরী, এজন্ত মায়াটা পরিত্যাগ করিতে না পারিয়া সময়ে অসময়ে এক আধু বার বারিবর্ধণ করিয়া থাকি। ফলে আমার আর কাজকর্থে কোন মুখ নাই। এই গলীর মধ্যে অকুর দত্তের বাড়ী। ঐ বাড়ীতে সাবিত্রী লাইব্রেরি নামে একটি স্বন্দর পুস্তকালয় আছে। প্রসিদ্ধ হোমিওপ্যাথিক চিকিৎসক বাবু রাজেন্দ্র দত্ত এই পরিবারে জন্মগ্রহণ করেন। ব্ৰহ্মা। আমাকে তাহার বিষয় বল। * বরুণ । রাজেন্দ্র দত্ত ১৮১৮ সালে জন্মগ্রহণ করেন। তঁহার বিবিধ সদগুণের জন্ত লোকে উহাকে রাজা বাবু বলিয়া ভাকিত। তিনি শৈশবাবস্থায়