পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাত পিতৃহীন হইয়াছিলেন। কিছুকাল অন্যত্র অধ্যয়ন করিয়া তিনি হিন্দু কলেজে প্রবিষ্ট হন । যথাসময়ে কলেজের পাঠ সমাপ্ত করিয়া কয়েক বৎসর মেডিকেল কলেজের অতিরিক্ত ছাত্ররূপে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেন । সেই সময় হইতেই চিকিৎসাশাস্ত্রে তাহার বিশেষ অঙ্গুরাগ জন্মে । চিকিৎসাবিদ্যায় পারদর্শী হইয়া দীন দরিদ্রের কষ্ট মোচন করিব, ইহাই তাঁহার ইচ্ছ। এই উদ্দেশ্যে তিনি তাহার বন্ধু ডাক্তার দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের সহিত মিলিত হইয়া নিজ বাটীতে একটী ঔষধালয় প্রতিষ্ঠিত করেন । এই ঔষধালয় হইত্ত্বে দরিদ্র ব্যক্তিদিগকে বিনা মূলো ঔষধ বিতরণ করা হইত। এই সময় DDBBgB SBBB S BBBBBBBB BB BBB BBBB BB S BBBB টনার নামক একজন প্রসিদ্ধ ইংরাজ হোমিওপ্যাথিক চিকিৎস : সেই সময়ে কলিকাতায় আপিয়াছিলেন । রাজেন্দ্র বাবু তাহাকে কলিকাতায় প্রতিষ্ঠিত করিবার জন্য যথেষ্ট চেষ্টা করিতে লাগিলেন। এই স্বয়ে তাহার চেষ্টায় কলিকাতায় একটি হোমিওপ্যাথিক হাসপাতাল স্থাপিত হয় । পরে যখন ডাক্তার বেরিনি কলিকাতায় আসেন, তখনও রাজা বাবু তাহার প্রধান সহায় হন । এই বারে তিনি এ দেশে হোমিওপ্যাথির প্রচারে বদ্ধপরিকর হইয়াছিলেন । এ দেশীয়দিগের মধ্যে তিনিই প্রথম হোমিওপ্যাথিক চিকিৎসক । র্ত,হার সহয়তা বড়ই প্রশংসনীয়। রোগীকে বাচাইবার জন্য তিনি যেরূপ নিঃস্বার্থভাবে চেষ্টা করিতেন, সেরূপ অধুনা প্রায় দেখা যায় ন! [ ১৮৮৯ সালে তঁহার মৃত্যু হইয়াছে । ] এখান হইতে সকলে লালবাজারের মধ্যে প্রবেশ করিলে দেবরাজ কহিলেন, “বরুণ ! এ বাজারটর নাম কি ? বাজারের মধ্যে অনেক কাঠ কাঠরার দোকান দেখিতেছি।” ; বরুণ। এই বাজারটর নাম লালবাজার। এই বাজারে অনেকগুলি বাঙ্গালীর কাঠ কাঠরার দোকান আছে। ল্যাজরস কোম্পানী নামক ইংরাজ সদাগরের দোকানে সুন্দর মুন্দর কোঁচ প্রভৃতি প্রস্তুত হয় । বাঙ্গালীর দোকানে ইংরাজ দোকানদারের অপেক্ষা সস্তা দরে পাওয়া যায় বলিয়া অনেক ইংরাজেও এখানে দ্রব্যাদি খরিদ করিয়া থাকে। এই বাজারে বিস্তর মদের দোকান আছে, এবং হিন্দুস্থানী মূচীর দোকানও বিস্তর। এক সময়ে লালবাজারের জুতা বড় বিখ্যাত ছিল । কিন্তু দুঃখের বিষয়, এক্ষণে লোকের রুচির এত পরিবর্তন হইয়াছে, চীনেম্যানের বাড়াও দূরে থাক-সাহেব বাড়ীর জুতা না হইলে পছন্দ হয় না। 能鲁曾 عكاساسية cif