পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন উপ। বরুণ কাক ! সাহেবদের কেমন জুতা, সেটা বল ? ব্ৰহ্মা। বরুণ । ওদিকে দেখা যাইতেছে কি ? . বরুণ । উহার নাম লালবাজার হোটেল। অনেক ইংরাজ খালাসী এই হোটেলে বাস করে। যদিচ গবর্ণমেণ্ট খালাসীদিগের জন্য সেলর হোম নিৰ্ম্মাণ করিয়াছেন, তথাপি এখানেও অনেক সেলর বাস করিয়া থাকে । এই খালাসীরা পরস্পরে কেবল দাঙ্গণ মারামারি লইয়াই থাকে। এক বোতল মদের জন্য ইহারা জীবন পৰ্য্যস্ত দিতে পারে। এই জন্যই পুলিস সৰ্ব্বদা ইহাদিগকে সতর্কভাবে বৃক্ষা করিতেছে। দেবগণ দেখেন—একটী ঘরে কতকগুলি কাপড় রহিয়াছে। একজন ঘণ্টা বাজাইতেছে এবং একজন ৬ আনা ৬ আনা শব্দে চীৎকার করিতেছে । বাহিরে ১০১৫ জন লোক ৬০ আনা ৭ আনা শব্দে দর দিতেছে এবং খরিদ করিয়া বলিতেছে ৭ অনায় এত বড় থানটা মন্দ কি ? নারায়ণ ছুটে গিয়ে একটা থানের উপর ৭ আনা দর দিলে তাহার নামে বীট হইল। তিনি থানটা লইয়া পয়সা দিবার সময় নীলামবিক্রেতা কহিল, “আর কৈ ?” নারা । আর কি ? নীলামবিক্রেতা । ৩ টাকা ৭ আনা যে । নারা । তা ত বল নাই, কেবল ৭ অান ব’লছিলে । বাহিরের লোকগুলো কহিল “৩ টাকা ৭ আনাই ত বলছিল বাবু!” নারায়ণের সহিত এই সম্বন্ধে বচলা আরম্ভ হইল। দেবগণ কিছু দূর অগ্রসর হইয়াছিলেন, প্রত্যাগমন করিয়া দেখেন—নারায়ণ ঠকিয়াছেন, প্রতারকেরা প্রতারণা করিয়াছে। বরুণ র্তাহাকে তিরস্কার করিয়া টাকা দিলেন এবং সকলে অগ্রসর হইলেন । ব্ৰহ্মা। সদর রাস্তার উপর ঘণ্টা বাজায়ে এ কিরূপ জুয়াচুরি ? বরুণ। এ একপ্রকার জুয়াচুরি । এই জুয়াচুরিতে বিস্তর লোক প্রস্তারিত হইতেছে। বাহিরের যে লোকগুলো কহিল, “৩ টাকা ৭ আনাই ত বলেছিল ৰাবু উদ্বারা ঐ জুয়াচোরের দল। প্রতারকেরা একমাস এক স্থানে থাকে না। কখন মুরগীহাট, কখন চিৎপুর রোড, কখন ধৰ্ম্মতলা, এইরূপ স্থান পরিবর্তন করিয়া থাকে। ইহার গবর্ণমেন্টকে লাইসেন্স দিয়৷ সিদ্ধ হইয়া বসিয়াছে। ইহাঙ্গের প্রতারণা ধরিয়া প্রমাণ করা কঠিন। কাবু৭, &t & *