পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্তে আগমন এখান হইতে যাইতে যাইতে বরুণ কহিলেন, “পিতামহ ! ফৌজদারী বালাখানা দেখুন। পূৰ্ব্বে কলিকাতার যাবতীয় ফৌজদারী মকদম এই স্থানে হইত বলিয়া ঐ নাম হইয়াছে। এক্ষণে একজন ধনী মুসলমান এই বাড়ী খরিদ করিয়াছেন।” এখান হইতে সকলে মাধব দত্তের বাড়ী দেখিয়া হীরালাল শীলের বাড়ীর নিকট উপস্থিত হইলে দেবরাজ কহিলেন, “বরুণ । ওদিকের ঐ গলির মধ্যের বাড়ীতে কি হয় ?” বরুণ । ঐ গলির ভিতরে বঙ্গবাসী নামক একখানি সংবাদপত্র বাহির হয় * । বঙ্গবাসী আধুনিক বাঙ্গালা সংবাদপত্রের মধ্যে বর্ণপেক্ষা পুরাতন । ব্ৰহ্মা । সম্মুখে এ বাড়ীটি কাহার ? বরুণ । হীরালাল শীলের। ইনি সুপ্রসিদ্ধ মতিলাল শীলের পুত্র। ব্ৰহ্মা ! মতিলাল শীলের বিষয় আমাকে বল । বরুণ। ইনি ১৯৯৮ সাল ( ১৭৯১ খৃঃ অকে) কলিকাতার কলুটােলায় জন্ম গ্রহণ করেন । ইহার পিতার নাম চৈতন্যচরণ শীল ইহারা জাতিতে স্বর্ণবণিক। চৈতন্যচরণ শীল মধ্যবিত্ত লোক ছিলেন। তিনি বস্ত্রব্যবসা দ্বারা জীবিকা নিৰ্ব্বাহ করিতেন । মতিশীলের পাঁচ বৎসর বয়ঃক্রম কালে পিতৃবিয়োগ হয় । ইনি বাল্যকালে গুরুমহাশয়ের বিদ্যালয়ে বিদ্যাশিক্ষা করিয়াছিলেন। ১৮ বৎসর বয়ঃক্রম কালে ইহার বিবাহ হয় এবং খণ্ডরের সমভিব্যাহারে বৃন্দাবন, জয়পুর প্রভৃতি তীর্থ পরিভ্রমণ করিয়া ১২২২ সালে ( ১৮১৫ খ্ৰী: অব্দে ) কলিকাতায় প্রত্যাগমন করেন । কলিকাতার গড়ে প্রথমে ইহার একটী সামান্ত কৰ্ম্ম হয় । এই কৰ্ম্ম করিতে করিতে ব্যবসা করিবার সূত্রপাত করেন এবং ১২২৬ সালে ( ১৮১৯ খ্ৰী; অঝে ) বোতল ও কর্কের ব্যবসা আরম্ভ করেন । ইনি বোতলের কর্ক বিক্রয় দ্বারা যথেষ্ট লাভ করেন এবং সেই লাভেই ইহার লক্ষ্মীশ্ৰী হয়। ইহার পর কেল্লার কৰ্ম্ম পরিত্যাগ করিয়া কাপ্তেনদিগের মুচ্ছদিগিরি কৰ্ম্ম করিতে আরম্ভ করেন । বিলাত হইতে যে সকল দ্রব্যাদি আসিত, বিক্রয় করিয়া দিতেন এবং এদেশ হইতে যে সকল দ্রব্যাদি বিলাতে যাইত, ক্রয় করিয়া দিতেন । নয় বৎসর এই কাজ করিয়া বিলক্ষণ ধনবান হন। ১২৩৫ সালে ইনি তিনটী

  • বঙ্গবাসী অফিস এক্ষণে ভবানীচরণ দত্তের গলিতে উঠিয়া গিয়াছে। এক্ষণে কলুটোলায় হিতবাদী অফিস আছে।-সম্পাদক।