পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ইউরোপীয় হাউসের মুম্বুদ্ধি পদে নিযুক্ত হন । এইরূপে মতিলাল শীল বিলক্ষণ সঙ্গতিপন্ন লোক হইয়া উঠেন । ১২৪৯ সালে ( ১৮৪২ খ্ৰীঃ অব্দে ) ইনি একটী বিদ্যালয় স্থাপন করেন। এই বিদ্যালয়ের নাম শীলস্ ফ্রি কলেজ । এই বিদ্যালয়টাকে এক্ষণে শীল ফ্রী স্থল বলিয়া থাকে। ইহাতে বালকগণকে বিনা বেতনে বিদ্যাশিক্ষা দেওয়া হয় । ইনি বেলঘরিয়া নামক স্থানে একটী অতিথিশালা প্রতিষ্ঠা করিয়াছিলেন, ঐ অতিথিশালায় অদ্যপি প্রায় ৪৫ শত লোক প্রত্যহ আহার করিয়া থাকে । ১২৬১ সালে ( ১৮৫৪ খ্ৰীঃ আবে ) ই হার মৃত্যু হয়, মৃত্যুকালে ইহার বয়ঃ ক্রম ৬• বৎসর মাত্র হইয়াছিল। কলিকাতার মধ্যে সোণার বেণেরাই বড়মানুষ । বেণে পাচ প্রকার, তন্মধ্যে সোণার বেণে ও গন্ধবেণে বিখ্যাত । গন্ধবেণের জল অনেকে খায়, কিন্তু সোণার বেণের জল স্পর্শ করে না । তবে আজ কাল, বিশেষতঃ কলিকাতায়, সে সমস্ত বিচার কেহ করে না । এখন কলিতে সব একাকার । ব্ৰহ্মা । কেন, সোণার বেণের এত নীচ হইবার কারণ কি ? বরুণ। বৈদ্যবংশীয় রাজা বল্লালসেন ইহুদিগকে নীচ করেন। ব্ৰহ্মা । বল্লালসেন কে ? বরুণ । রাজা বল্লালসেন কুলীন ও মৌলিক শ্রেণী বদ্ধ করেন । তিনি ঢাকার অন্তর্গত রামপাল নামক স্থানে বাস করিতেন । অদ্যাপি ঐ স্থানে একটী প্রশস্ত পরিখা-বেষ্টিত র্তাহার প্রকাগু বাড়ী ভগ্নাবস্থায় দেখিতে পাওয়া যায়। ইন্দ্র। বেণের বড় লোভী, ঠাকুরের গহনার সোণাও চুরি করে । বরুণ। উহারা পরিবারের গহনার সোণ চুরি করে ঠাকুর ত মাথায় থাক । ইন্দ্র । সম্মুখে দেখা যাচ্চে ওটা কি ? বরুণ। ওটা আস্তাবল । ইহাদের আস্তাবল বড় বিখ্যাত । অবিকল কুক সাহেবের আড়গড়ার স্যায়। বাটর সম্মুখের বাগানে ওটা বৈঠকখানা। তাহারা একস্থানে উপস্থিত হইলে বরুণ কহিলেন, “পিতামহ । ওরিয়্যান্টাল গ্যাস রিফাইন করিবার স্থান দেখুন।” ব্ৰহ্মা । এখানে কি হয় ? বরুণ। যেমন বৌবাজারের জলের কলে জল পরিষ্কার হইয়া লোকের বাড়ী বাড়ী যায়, তেমনি এই স্থানে গ্যাস পরিষ্কার হইয়া লোকের বাড়ী ' ¢ ¢ ሜ