পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ত্তে আগমন মূৰ্ত্তি বিরাজ করিতেছেন। আটচালাখানিকে ঝাড়গণ্ঠন দিয়া চমৎকার করিয়া সাজাইয়াছে। ঝাড়লন্ঠনের উপর শোলার সালিক ও বুলবুলি পার্থীগুলি বসিয়া আছে । থামগুলিতে নানাপ্রকার আয়না ও দেয়ালগিরি দেওয়ায় অতি আশ্চর্য্য শোভা হইয়াছে । আটচালাখানির ভিতরটা রেল দিয়া বেষ্টন করা। রেলিঙের মধ্যে শ্রোতৃবর্গ গায় গায় হইয়া বসিয়া আছে। আটচালার চতুষ্পাশ্বে লোকগুলো কাতার দিয়া দাড়াইয়া গান শুনিতেছে। দেবগণ এক স্থানে দাড়াইলেন। তাঁহার দেখেন, কয়েকটী লোক ঢোল তবলা লইয়া বসিয়া আছে। এক ব্যক্তি দাড়াইয়া ছড়া কাটাইতেছে — *পুলকে গোলোকেশ্বর, নিক্ষেপ করিবেন শর, লঙ্কেশ্বর দেখে প্রাণ যায় । বসন গলে নয়ন জলে, পতিত হইয়া বলে, পতিতপাবন রামের পায় ॥ ওঙ্গে বিরিঞ্চি বাঞ্ছিত ধন, করি নাই ওপদ সাধন, জ্ঞানধন মোর লয়েছিলে হরি।” তোমাকে ভেবে বৈরঙ্গ, হলো দুঃখের তরঙ্গ, আজি নিদ্রাভঙ্গ হ’ল হরি । এত ব’লে দশানন কি বলিতেছেন ;– এই সময় দেয়ারের যন্ত্রের তার ঠিক করিয়া বসিয়াছিল – ই ই শব্দে মুর দিয়া গান ধরিল – “দিন গত কিন্তু নয় হে রাম তোমার চরণে এ দীন গত। আমার গত অপরাধ কত, প্রাণ নির্গ ত সময়ে দেও হে চরণ, হ’লাম চরণে শরণাগত ॥ সৎসঙ্গে হয়ে স্বতন্ত্র, করি অসৎ ক্রিয়া সদত, তোমায় শত শত মন্দ বল্লাম রামচন্দ্র না ভাবিয়া ভবিষ্যত ॥ ওহে গুণধাম স্বগুণ প্রকাশ, গুণহীন জ্ঞানহীন দোষ নাশ, স্বগুণে তরিলে কি পৌরুষ, সে ত স্বগুণে পাবে সুপথ । জননী-জঠরে কঠিন যন্ত্রণ আর দিবে রাম কত, ওহে দশরথাত্মজ দাশরথি, ঘুচাও দাশরথির গতাগত । দেবগণ পাচালী শুনিয়া সস্তুষ্ট হইলেন । পিতামহ কহিলেন, “বরুণ ! প্রত্যেক গানের শেষ চরণে দাশরথি নাম রহিয়াছে, দাশরথি কে আমাকে বল ।” - বরুণ । ৪/দাশরথি রায় ১৬২৬ শকে ( ১৮৭৪ খৃষ্টাব্দে ) জন্মগ্রহণ করেন। ইহার পিতার নাম দেবীপ্রসাদ রায়। ইহার রাটা শ্রেণী ব্রাহ্মণ—জেলা 歌心铬