পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন আবশ্বকতা নাই, সত্বর স্বর্গে চল । নারা । আর দুই চারি দিন দেখি, যদি নিতান্ত বাড়াবাড়ি দেখি, স্বৰ্গেই যাইতে হইবে। সত্য সত্য আমরা মর্ত্যে কিছু জীবন দিতে আসি নাই। ব্ৰহ্মা। উপ! থাকবি, না আমাদের সঙ্গে যাবি ? তুই কতকগুলো ছাপার কাগজ খুলে দেখে দেখে কি লিখচিল ? উপ। কৰ্ত্তাজেঠা ! আমি দেখলাম চাকুরীতে স্থখ নাই, সহজেও হইবে না। ব্যবসা তাহাতেও মূলধন চাই। তদপেক্ষ একটা সহজ কাজ আছে, অৰ্দ্ধ আন মূল্যের সংবাদপত্রের সম্পাদক হওয়া ; আজ কাল অনেকেই ঐ কাজে প্রবৃত্ত হইতেছেন দেখিয়া মনে মনে স্থির করিয়াছি, স্বর্গে যাইয়া সংবাদপত্র চালাইব । স্বর্গে কোন সংবাদপত্র না থাকাতে আমার যথেষ্ট লাভও হইতে পরিবে এবং প্রজার দুঃখ রাজার কানে তুলিয়া দেওয়ায় সাধারণের ষথেষ্ট উপকার করা হইবে । এই সব মনে ভাবিয়া সংবাদ পত্র কি উপায়ে লিখিতে হয়, মোটামুটি টুকিয়া লইতেছি। নারা । কিরূপ লিখলি পড়ে শোনা দেখি ? উপ। আমি অবিকল পাঠ করিয়া যাইতেছি, আপনার শ্রবণ করুন— বরুণোদয় পত্রিকা সংবাদপত্রের তুল্য কিবা আছে আর । শোনাতে রাজায় প্রজার দুঃখ সমাচার ॥ ১ খণ্ড । ) ১২৮৯ সাল। ৫ই শ্রাবণ বুধবার। } অগ্রিম বার্ষিক মূল্য ২ টাকা ২ সংখ্যা ) ইংরাজী ১৮০২ সাল। ২-এ জুলাই ) টাউনে ১॥• টাকা বিজ্ঞাপন

  • আবার আমি” নাটক—মূল্য দুই টাকা-ভাক মাশুল ২ আনা।

যম এণ্ড কোং লাইব্রেরি এবং রবিরাজের দোকানে প্রাপ্তব্য । সোণার চাদ ( ঐতিহাসিক উপন্যাস । ) ঐকাত্তিকচন্দ্র ঠাকুর প্রণীত। মূল্য এক টাকা। রবিরাজের দোকানে 也f岗可1 সংবাদপত্রের অভিপ্রায় এই পুস্তকের তুল্য স্বরলোকে অদ্যপি কোন উপন্যাস বাহির হয় নাই। —বরুণোদয় । 傘きや6