পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন আমাদের একজন সংবাদদাতা বলেন, তাহাদের গ্রামের একজন গোয়ালার: একটা গরু আছে। এক সময় ঐ গরুর মাথায় ঘা হয় এবং ক্ষত স্থানে একটী অশ্বখ ফল প্রবেশ করে। এক্ষণে ঐ বীজে একট প্রকাও বৃক্ষ জন্সিয়াছে। গাড়োয়ান কোন স্থানে ভাড়ায় গেলে আর রৌদ্রে কষ্ট পায় না। সে সময়ে সময়ে মাঠের মধ্যে গাড়ী থামাইয়া বৃক্ষ হইতে ইড়ি নামাইয়া রন্ধন করিয়া খায় এবং বৃক্ষতলে নিদ্রা যায় । ভগবানের কি আশ্চৰ্য্য মহিমা ! ধূমকেতু প্রদেশের এক স্থানে পুষ্করিণী খনন করিতে করিতে ঘৃত উঠিয়াছে। এইবার স্কৃত বিক্রেতাদিগের সূৰ্ব্বনাশ উপস্থিত । গত সোমবার শূন্ত প্রদেশে আবার সাইক্লোন হইয়া গিয়াছে। আহা ! শূন্ত প্রদেশটা আর থাকে না। এ বৎসর পোয়াতে প্রদেশ হইতে ১ ও ৩৮ টন স্বর্ণ পাওয়া গিয়াছে । সম্পাদকীয় উক্তি আমাদিগের আশা ছিল, সংবাদপত্র ও মাসিক পত্র হইতে দেবভাষার সমূহ উন্নতি সাধিত হইবে । কিন্তু দুঃখের বিষয় দিন দিন কতকগুলো অশিক্ষিত এবং চরিত্রহীন সম্পাদক সেই গুরুভার বহন করিতে গিয়া আমাদের আশার বাসা ভাঙ্গিয়া দিতেছে। অনেকে সুলভ মূল্যের প্রলোভন দেখান, কেহ কেহ বিনা মূল্যের লোভ দেখাইয়া অগ্রে কিঞ্চিৎ ডাকমণ্ডল বলিয়া গ্রহণ করিয়া ২১ খানি কাগজ দিয়া অদৃপ্ত হন, পাঠকগণের লোভে পড়িয়া একুল ওকুল দুকুল যায়। র্যাহারাও রীতিমত বাহির করেন, কি যে লেখেন মাথা মুণ্ড বোঝা যায় না। পত্রের চারি পৃষ্ঠা বিজ্ঞাপন পূর্ণ, প্রবন্ধাদির জন্য অত্যূল্পমাত্র স্থান থাকে। আমাদের দেশের মাসিক পত্রগুলির অবস্থা আরও ভয়ঙ্কর। অনেকগুলি সম্পাদকের এরূপ বিষ্ঠা নাই যে, পত্রের লেখা ভাল মন বিচার করিয়া পত্রস্থ করেন । অথচ সম্পাদকের পদ লইতেও ছাড়েন না— লাভের মধ্যে থিয়েটারের টিকিট পান । আমাদিগের দেশীয় কৃতবিদ্য সম্প্রদায় যত দিন না এই গুরুভার হস্তে লইতেছেন, ততদিন কোন উপকার হইতেছে না । ভরসা করি সকলে এই কার্যে ব্ৰতী হইবেন । ১৮৮০ অব্দের জেল রিপোর্ট - মহামান্ত কালাস্তক বাহাদুর অনুগ্রহ করিয়া আমাদিগের এক এক কাপি জেল রিপোর্ট পঠাইয়াছেন, তৎপাঠে অবগত হওয়া গেল-যমালয়ে প্রতি বৎসর কয়েদীর সংখ্যা বৃদ্ধি হইতেছে। ঐ কয়েদীদিগের মধ্যে জাতিচু্যত ও مواوغt)