পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা বাপ-মা-প্রহরকের সংখ্যা বেশী । মুখের বিষয়, চৌর্য্য-অপরাধীর সংখ্যার পূর্ব বৎসর অপেক্ষা অনেক হ্রাস দেখা যাইতেছে। প্রতারকের সংখ্যা এ বৎসর অতিরিক্ত বৃদ্ধি হইয়াছে। এক্ষণে দেবগবর্ণমেণ্টের কর্তব্য কি ? ইংরজরাজ দিন দিন মর্ত্যে যেরূপ স্বাধিকার বিস্তার করিতেছেন, তাহাতে । অনেকের মনে বিশ্বাস, সত্বরেই স্বর্গ রাজ্য ইংরাজরাজের করতলগত হইবে। আমাদিগেরও অনেক কারণে এ বিষয় যথার্থ বলিয়া বোধ হয়, কিন্তু বৃদ্ধ মন্ত্রী বৃহস্পতি এ বিষয় বিশ্বাস করেন না । ১৮ই জুলাই মহেন্দ্রভবনে যে পার্লামেণ্ট সভার অধিবেশন হয়, তাহাকে সচিবশ্রেষ্ঠ বৃহস্পতি বলিয়াছেন, কয়েকট কারণে ইংরাজদিগের প্রতি আমার আশঙ্কা হইতেছে মা প্রথমতঃ স্বর্গে আসিবার কোন রাস্তা ঘাট নাই । দ্বিতীয়তঃ স্বর্গের মন্নিকটে এত শীত যে, পানীয় জল পর্যন্ত জমিয়া যাইবে । আমরা এ কথার প্রত্যুত্তরে ইহাই বলি --- যদি ইংরাজরাজ আসেন, রাস্তা ঘাট না করিয়াই কি আসিবেন ? জল্প জমিলে আগুন করিয়া গলাইয়া লইতে পরিবেন না ? মফঃস্বলে খোদকর্তা পাঠকগণ । তারকপুরের মাজিষ্ট্রেট শনৈশ্চরের বিষয় অনেকে শুনিয়ছেন, সম্প্রতি ইনি আর এক টী লীলা খেলা দেখাইয়াছেন । র্তাহার বাড়ী মেরামতের জন্য কতকগুলি কুলি নিযুক্ত হয় । উহারা সম্ভবমত ইষ্টক ও প্রস্তরদি স্তকে করিয়া বহন করিয়া আনিতেছিল, কিন্তু কৰ্ত্ত দেখিলেন, ওরূপ করিলে তাহার ১০১৫ টাকা মজুরিতেই যাইবে, অতএব স্বহস্তে কুলির মাথায় বোঝা চাপাইয়া দিতে লাগিলেন, সে পারি না বলিয়া চীৎকার করিলেও ছাড়িলেন না । শেষে বোঝাই দিতে দিতে লোকটার মাপার খুলি ফাটিয়া যাওয়ায় মৃত্যু হইল। বিচারে স্থির হইয়াছে, ইহার মাথাটা ঘূণে ধরা ছিল । ই দুরের প্রত্যুৎপন্নমতিত্ব আমাদিগের যন্ত্রালয়ের সন্নিকটস্থ রামলাল বণিকের গুদাম ঘরে অত্যস্ত ই দুরের উপদ্রব । একদিন একটী সাপ একটা ই দুরকে তাড়া করিয়া গিঃ। যেমন ধরে ধরে হইয়াছে, অমনি ২০২৫টি ইদুর ছুটিয়া আসিয়া উহার ল্যাজে দংশন করিতে আরম্ভ করিল। সাপটি দংশন-যন্ত্রণায় অস্থির হইয়। যেমন তাহাদিগকে তাড়া করিয়াছে, অমনি এক একটী এক এক দিকে নিরাপদে পলায়ন করিল। ,堡岛神 وان : مسدسي