পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন উত্তম উত্তম । লেখক অক্ষর ঠিক রাখিতে পারিলে একজন মুককি হইতে পারিবেন। 可一歼目 পত্রপ্রেরকদিগের প্রতি ঐ: স্বাক্ষরিত বাবু! আপনার পুরা নাম না পাইলে পত্রস্থ করিতে পারি না। সিংহ ! আপনি যাহা লিখিয়াছেন, ও বিষয়ের অনেক আন্দোলন হইয়া গিয়াছে । শ্ৰীমবীনচন্দ্র ঘোষ । আপনার পত্ৰখানি বারাস্তরে প্রকাশিত হইবে । ঐ বি, বে, সেন ! আপনার পত্র প্রকাশ করিবার যোগ্য নহে। বিজ্ঞাপনের নিয়ম প্রত্যেক পংক্তি প্রথম তিনবার তিন আনা । তৎপরে স্বতন্ত্র বন্দোবস্তু করা যাইবে । * অৰ্দ্ধ আন মূল্যের ডাক টিকিট ভিন্ন আমরা মূল্য গ্রহণ করিব না । গ্রাহকগণ টিকিট প্রেরণ কালে অৰ্দ্ধ আনার হিসাবে বেশী টিকিট পাঠাইবেন । কারণ আমাদিগকে কমিশন দিয়া টিকিট বেচিতে হয় । গ্রাহকগণ রীতিমত সময়ে পত্র না পাইলে খামখানি পাঠাইয়া দিবেন। কেহ রীতিমত সময়ে মূল্য না দিলে কাগজ দেওয়া বন্ধ করিব । আমরা বেয়ারিং পত্র গ্রহণ করিব মা ! এই যন্ত্রালয়ে যবওয়ার্কের কার্ষ্য অতি সত্বরে ও সুন্দররাপে সম্পন্ন হইয়। থাকে । আমরা প্রফ সংশোধনেরও ভার লইয়া থাকি । শ্ৰীমিথ্যাবাদী দেব ম্যানেজার বিজ্ঞাপন তাকপুরের বঙ্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি হইয়াছে। মাসিক বেতন পাচ টাকা। যিনি নির্শাল স্থলের তৃতীয় বাৎসরিক পরীক্ষায় উত্তীর্ণ হইয়া কিছুদিন - শিক্ষকতা কাৰ্য্য করিয়াছেন এবং র্যাহার উত্তমরূপ সংস্কৃত জানা আছে, তাহারই আবেদন সৰ্ব্বাপেক্ষ আদরণীয় হুইবে । আবেদনকারী জাতিতে ব্রাহ্মণ হওয়া চাই। ইহার দশকৰ্ম্ম জানা থাকিলে বাসা খরচ চলিতে পারে । শ্ৰীপোয়াতে তারা সম্পাদক । ঐরামচন্দ্র সেনের গণোরিয়া মিক্সচার। প্রতি শিশি এক টাকা । t^ ఇ