পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা আমি এই মিক্সচার সেবনে বহু কালের গণোরিয়া রোগ হইতে আরোগ্য লাভ করিয়াছি । শ্ৰীগণেশচন্দ্র দেব কৈলাস কালনিদ্র হৈল। মূল্য বার আনা। আমি এই তৈল সেবন পর্য্যন্ত সন্ধ্যার সময় শয়ন করিয়া বেলা ১১টার সময় নিদ্রা হইতে উঠি । শ্ৰীভোলানাথ কুস্তলেশ্বর তৈল । মূল্য এক টাকা । এমন মনমুগ্ধকর হৃদয়বিদ্ধকর তৈল এজগতে আর নাই । ইহার সৌগন্ধ এমন যে, এ গ্রামে একটু ব্যবহার করিলে ও গ্রামের লোকেরা গন্ধে উন্মাদ হইয়। যাইবে । শুধু তাই নয়—গন্ধ দীর্ঘকালস্থায়ী --অন্ততঃ দুই বৎসর আর গন্ধদ্রব্য মাখিতে হইবে না। যাহাঁদের মাথায় টাক অাছে, ইহা ব্যবহারমাত্র প্তাহীদের মস্তক ভ্রমরকৃষ্ণ কুঞ্চিত কেশে বিমণ্ডিত হইবে । এই তৈল মাখিলে গাত্রের কাল রং ঘুচিয়া শাদা হয় ! যদি কাহারও ফরস হুইবার ইচ্ছা থাকে, এক এক শিশি খরিদ করিয়া পরীক্ষা করুন। প্রশংসা পত্র দেখুন— ছ্যাছড়া গ্রামের মহারাজাধিরাজ প্রবলপ্রতাপান্বিত শ্ৰীযুক্ত লম্বাচওড়া রাম বিটকেলোপাধ্যায় বাহাদুর কুস্তলেশ্বর তৈল সম্বন্ধে লিখিয়াছেন— “আপনার কুন্তলেশ্বর তৈলের গুণ একমূখে প্রকাশ করিতে পারিলাম না । যে সমস্ত গুণের কথা আপনি বিজ্ঞাপনে উল্লেখ করিয়াছেন, তাহা কড়ায় গণ্ডায় মিলাইয়া পাইলাম। টেকের চুল উঠিবে ইহাতে আর বিচিত্র কি ? সে দিন আমার ছোট কাক আমার টেবিলের উপর খানিকটা তেল চালিয়। ফেলিয়াছিল । পর দিন দেখি, টেবিলের উপরটায় বাকৃড়া ঝাকড়া চুল গজাইয়াছে। আশ্চৰ্য্য ব্যাপার! আর এক শিশি পাঠাইবেন ।” এই পত্রিক প্রতি শনিবারে বকুণোদয় কাৰ্য্যালয় হইতে শাখাশমি কর্তৃক প্রচারিত হইয়া থাকে । ব্ৰহ্মা । লিখেছে মন্দ নয় । ইহার পর দেবগণ আহারাদির উদ্যোগ করিলেন এবং আহারান্তে বিশ্রাম । করিয়া অপরাহ্নে নগর ভ্রমণে বহির্গত হইলেন । তাহারা চোরবাগানের মধ্যে কিছু দূরে যাইয়া দেখেন, দক্ষিণে একটা সুন্দর অট্টালিকা শোভা পাইতেছে । বাড়ীটির দরজায় সঙ্গীন ঘাড়ে ¢ ዓoo