পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন এই ধৰ্ম্মে যোগদান করা পর্য্যস্ত ইহার বিলক্ষণ উন্নতি হইয়াছে। এই সভা হইতে তত্ত্ববোধিনী নামক একখানি পঞ্জিকা বাহির হইলে ব্রাহ্মধৰ্ম্ম সাধারণের পিশেষরূপে বিদিত হইয় পড়ে। পরিশেষে বাৰু কেশবচন্দ্র সেন এই ধর্থে যোগদান করিলে ব্রাহ্মধর্মের গৌরবের বিশেষ বৃদ্ধি হয় । এই ব্রাহ্মসমাজ হইতে দেশের অনেক উপকার সাধিত হইয়াছে। বিশেষতঃ এই ধৰ্ম্ম হিন্দু সন্তানকে খৃষ্ট ধৰ্ম্ম গ্রহণ করিবার পথ হইতে একপ্রকার ফিরাইয়া আনিয়াছে।” ব্ৰহ্ম । এ ধৰ্ম্মকে আমি মন্দ বলি না ; তবে পৈতা ফেলা প্রভৃতি বাড়াবাড়িগুলো শুনিলে ঘৃণার উদ্রেক হইয়া থাকে । ইন্দ্র । বরুণ ! ও প্রতিমূৰ্ত্তি কাহার ? বরুণ । রাজা রামমোহন রায়ের । ব্ৰহ্ম । আমাকে সংক্ষেপে রাজা রামমোহন রায়ের জীবনবৃত্তাস্ত বল । বরুণ । ইনি ১৭৭২ খৃষ্টাবে বর্তমান হুগলী জেলার অন্তঃপাতী রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন । ইহার পিতার নাম রাধাকান্ত রায় । ইনি প্রথমে বাক্ষলা ভাষা শিক্ষা করিয়া পাটনায় যাইয়। আরবী ও পারসী ভাষা শিক্ষণ করেন । সেখান হইতে বারাণসীতে যাইয়া সংস্কৃত অধ্যয়ন কবেন । প্রত্যাগমন করিয়া “হিন্দুদিগের পৌত্তলিক ধৰ্ম্মপ্রণালী” নামক একখানি পুস্ত ক লেখেন । তাহার পিতা ইহাতে র্তাহাকে বাট হইতে বহিষ্কৃত করিয়া দিলে তিনি ভারতের নানা স্থানে পরিভ্রমণ করেন এবং অবশেষে তিব্বত দেশে যাইয়া ব্রাহ্মধর্শ্বের উপদেশ দেন । তৎপরে চারি বৎসর দেশ ভ্রমণ করিয়া বাড়ীতে প্রত্যাগত হন । ইনি ২২ বৎসর বয়ঃক্রমকালে ইংরাজী অধ্যয়ন করিতে আরম্ভ করেন এবং অচিরাং ঐ ভাষায় বিলক্ষণ বুৎপত্তি লাভ করেন। ইহার পর সংসারভার নিজ স্কন্ধে পড়ায় ইনি রঙ্গপুরের কালেক্টরিতে একটী কৰ্ম্মে নিযুক্ত হন এবং সত্বরেই সেরেস্তাদারি পদ প্রাপ্ত হন । ইহার কিছুদিন পরে তিনি কৰ্ম্ম পরিত্যাগ করিয়া মুরশীদাবাদে গমন করেন এবং তথায় "পৌত্তলিকতা সকল ধর্থের বিরুদ্ধ" নামক একখানি পুস্তক পারস্ত ভাষায় প্রণয়ন করেন । ১৮২৪ খৃষ্টাব্দে তথা হইতে কলিকাতায় আসেন এবং এই স্থানে সৰ্ব্বদা ব্রাহ্মধর্মেরই আলোচনা করিতে থাকেন । এই সময় অনেকগুলি বিশ্বান ও বুদ্ধিমান লোক আসিয়া তাহার দলভুক্ত হইয়া ব্রাহ্মধর্মের উন্নতি চেষ্টা করেন । এই সময় অর্থাৎ ১২৩৪ সালে (১৮২৭ খৃষ্টাব্দে ) কলিকাতার কমল বাবুর বাটতে একটা ব্রাহ্মসমাজ স্থাপিত হয়। রামমোহন রায় সহমরণ প্রথা উঠাইয়া দিবার প্রস্তাব করায় ¢ ግጬ