পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন বরুণ । কলিকাতার অনেকে বৃথা মাংস খান না। এ জন্য অনেক লম্পট নিজের এবং বেতার ভরণ পোষণ জন্ত কলিকাতার স্থানে স্থানে ঐক্লপ এক এক কালী মূৰ্ত্তি স্থাপন করিয়া প্রত্যহ ৫৭টা পাট জবাই করিয়া মাংস বিক্রয় করে । ব্ৰহ্মা | পাপিষ্ঠদের বংশ থাকে ? বরুণ । উহাদের বংশের মধ্যে মৃত্যুকালে বংশলোচন এবং বংশাবলীর মধ্যে কন্যা হ’চ্চে মাগী ও পুত্ৰ হ’চ্চে মিন্সে। এখীন হইতে যাইয়া একস্থানে উপস্থিত হইলে নারায়ণ কহিলেন, “বরুণ ! এ সুন্দর বাড়ীটি কাহার ?” বরুণ । এটা শু্যাম মল্পিকের বাড়ী । বাড়ীটি অতি সুন্দর এবং দরজায় সিপাই পাহারা আছে। বাড়ীর পাশ্বে ইহার ভ্রাতা শ্ৰীকৃষ্ণ মল্লিকের বাড়ী । সম্মুখস্থ ঐ বাড়ীটি সাণ্ডেল বাবুদিগের সাণ্ডেল বাবুর ঐ বাড়ীটি বরুণ, কোম্পানীকে বিক্রয় করেন ; তৎপরে আশুতোষ মল্লিক বরুণ, কোম্পানীর নিকট হইতে খরিদ করিয়া লইয়া ঐ প্রকাও বাড়ী নিৰ্ম্মাণ করিয়াছেন । বাটী নিৰ্ম্মাণসময়ে তাহার উৎকট পীড়া হওয়ায় স্থান পরিবর্তনের জন্য পশ্চিমে যান, তথায় তাহার মৃত্যু হয়। নূতন বাড়ীতে বাস করা তাহার ভাগো ঘটে নাই । ব্ৰহ্মা । আহা ! সখ, ক’রে কোন বস্তু প্রস্তুত করিয়া ভোগ করিতে না পাওয়া বড়ই দুঃখের বিষয় । তুমি এই মল্পিকদিগের বিষয় বল। বরুণ । ইহারা জাতিতে মুবর্ণবণিক্‌ ! আদি বাস সপ্তগ্রাম। জয়রাম মল্পিক বগীদিগের ভয়ে প্রথমে আসিয়া কলিকাতায় বাস করেন । ইহার পুত্রদের নাম পদ্মলোচন । পদ্মলোচনের পৌত্রের নাম শামসুন্দর মল্লিক। ইহার দুই পুত্র-রামকৃষ্ণ ও গঙ্গাবিষ্ণু মল্লিক। ইহারা ব্যবসা করিতেন । বাঙ্গালা, বেহার, সিঙ্গাপুর, চীন প্রভৃতি দেশে ইহাদের বাণিজ্যাগার ছিল। ইহারা অত্যন্ত দাতাও ছিলেন । ধৰ্ম্মশালা স্থাপন করিয়া শত শত অতিথিকে আহার দিতেন । এবং স্বজাতীয় দীন দুঃখীকে ভরণ পোষণ করিতেন । রোগীদিগকে ঔৰঙ্গ বিতরণ করিতেন। ১৭৭০ সালের মম্বন্তরের সময় ইহারা আটট অন্নছত্র খুলিয়া অকাতরে দরিদ্রদিগকে অন্নদান করিয়াছিলেন। বৃন্দাবনে ইহাদের একটা ছত্র আছে। ১৭৪৪ সালে গঙ্গাবিষ্ণু মল্লিকের মৃত্যু হয়। ইহার পুত্রের নাম নীলমণি είν και