পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ত্তে আগমন এই বাগানটী নির্মিত হওয়াতে র্তাহার নামায়ুসারে ইহার নাম হইয়াছে। এখানে সন্ধ্যার প্রাক্কালে কলিকাতার অনেক বড় বড় লোক ভ্রমণ করিতে আসিয়া থাকেন। মধ্যে মধ্যে বাৰু কেশবচন্দ্র সেন, কালী খ্ৰীষ্টান এবং পাদরি ম্যাকডনাল্ড সাহেব এখানে আসিয়া বক্তৃতা করিয়া থাকেন । বাগান হইতে বাহির হইয়া সকলে বাসার অভিমুখে চলিলেন । যাইতে যাইতে বরুণ কহিলেন, “সম্মুখে দেখুন ছাতু বাবুর বাট । ই হার পিতা রামদুলাল সরকার চিরস্মরণীয় লোক ছিলেন।” : ‘রামদুলাল সরকার বিষয় করিয়া যান, কিন্তু তাহার পুত্র ছাতু বাবু, বাবুগিরি দ্বারা সেই সমস্ত বিষয় নষ্ট করিয়াছেন। তাহার ভ্রাতা নাটু বাৰু বিষয়কার্ষে বড় দক্ষ ছিলেন। জ্যেষ্ঠের ন্যায় তাহার বাবুগিরি ছিল না। তিনি উভয় ভ্রাতার বিষয় রক্ষার বিস্তর চেষ্ট পাইয়াছিলেন, কিন্তু সম্যকৃরূপে কুতকার্য্য হইতে পারেন নাই। তবে তাহার জ্যেষ্ঠের সম্পত্তি যেরূপ নষ্ট হইয়াছে, তাহার নিজ অংশের সম্পত্তি সেরূপ নষ্ট হয় মাই ।” ব্ৰহ্মা । সংক্ষেপে আমাকে রামদুলাল সরকারের জীবনচরিত বল । বরুণ । দমদমার অনতিদূরস্থ রেকৃজাৰি গ্রামে ইনি জন্মগ্রহণ করেন । ইহার পিতার নাম বলরাম সরকার। বাল্যকালে ইহার পিতৃমাতৃবিয়োগ হওয়ায় কলিকাতায় মাতামহীর নিকট বাস করিতেন । ইহার মাতামহী কলিকাতায় মদন দত্তের বাড়ীতে পাচিক ছিলেন । রামদুলাল ঐ বাড়ীতে থাকিয়া বিদ্যাশিক্ষা করেন এবং বুদ্ধিবলে অচিরাং একজন মুলেখক ও মুহুরি হইয়া উঠেন। প্রথমে রামদুলাল পাঁচ টাকা বেতনে উক্ত মদন দত্তের অধীনে একটী বিলসরকারের কৰ্ম্ম পান ; কিন্তু তাহার কার্য্যদক্ষতা দেখিয়া উক্ত মদন দত্ত র্তাহাকে একটা শিপসরকারের কাৰ্য্যে নিযুক্ত করিয়া দেন। এই কৰ্ম্ম করিতে করিতে এক সময় রামদুলাল টাল কোম্পানীর বাড়ী হইতে চোঁদ হাজার টাকা মুলো মদনমোহন দত্তের নামে একখানি জলমগ্ন জাহাজ নীলামে খরিদ করেন। ঐ জাহাজের মালিক পরিশেষে চোঁদ হাজার টাকার উপর এক লক্ষ টাকা দিয়া নিজ জাহাজ ফিরাইয়া লন । এই জাহাজ রামদুলাল নিজ প্রভুর অনভিমতে খরিদ করেন ; কিন্তু সমস্ত টাকা লইয়া গিয়া প্রভুর চরণে অর্পিত করিয়াছিলেন । মদনমোহন ইহাতে সন্তুষ্ট হইয়া সমস্ত টাকা রামদুলালকে দিলেন। ঐ লক্ষ টাকাই ইহার সৌভাগ্যের মূল। ঐ টাকায় ব্যবসা করিয়া এত বৃদ্ধি করেন যে, মৃত্যুকালে এক কোটী, তেইশ লক্ষ টাকা রাখিয়া গিয়াছিলেন । به بیرعه