পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ইনি বিলক্ষণ দাতা ছিলেন । মাজাজ দুর্ভিক্ষে এক লক্ষ, হিন্দু কলেজ প্রতিষ্ঠা কালে তিন হাজার এবং প্রত্যহ প্রায় ক্ষুদ্র ক্ষুদ্র দানে ৭• টাকা করিয়া ব্যর করিতেন ; তদ্ভিন্ন চারি শত আন্দাজ দরিদ্র প্রতিবেশীকে প্রত্যহ আহার দিতেন । ইনি দরিদ্র ব্যক্তিদিগের যথেষ্ট সাহায্য করিতেন ; এমন কি? তাহাদের কাহার কি কষ্ট আছে, তাহার অনুসন্ধান জন্ত চাকর পর্য্যস্ত নিযুক্ত করিয়াছিলেন । ই হার প্রতিষ্ঠিত বেলগাছিয়ার অতিথিশালায় অস্থাপি সহস্ৰ সহস্ৰ লোক অন্ন পাইতেছে । ইনি ২২২• • • দুই লক্ষ বাইশ হাজার টাকা ব্যয়ে কাশীতে রয়োদশটী শিবমন্দির স্থাপন করিরা দিয়াছেন । ১২১৩ সালে ৭৩ বৎসর বয়ঃক্রম কালে ই হার মৃত্যু হয়। মৃত্যুকালে ইনি দুই পুত্র এবং পাঁচ কন্যা রাখিয়া যান । ই হার শ্রীদ্ধে পাচ লক্ষ টাকা ব্যয় হইয়াছিল । ইন্দ্র । বরুণ, সম্মুখে হাতীর আস্তাবলের মত ও দুটা কি দেখা যাইতেছে ? বরুণ। ও দুটি নাটকাভিনয়ের ঘর । ইন্দ্র । বাঙ্গালার নাটক কিরূপ ? নাটকাভিনয় দ্বারা বোধ হয় দেশের যথেষ্ট উপকার সাধিত হইতেছে ? বরুণ। প্রথমে লোক ভাবিয়ছিল, ইহা দ্বারা যথেষ্ট উপকার হইবে । কিন্তু, এক্ষণে দেখা যাইতেছে, উপকার না হইয়া বরং দিন দিন বিষময় ফল ফলিতেছে। পূৰ্ব্বে শিক্ষিত লোক নাটক প্রণয়ন করিতেন, এক্ষণে কতকগুলি অশিক্ষিত বা অর্ধশিক্ষিত ব্যক্তি দুই পয়সা উপার্জনের আশায় ছাই ভস্ম লিখিতেছে । * তাহীদের গ্রন্থে নাটকীয় কোন গুণই লক্ষিত হয় না ; আছে কেবল কদৰ্য্য গান ও কুৎসিত এয়ারকি। অপরিণতবুদ্ধি যুবকেরা এই সকল নাটকের অভিনয় দর্শনে উৎসল্প যাইতেছে। দুই একটি সম্রাস্তবংশীয় যুবক এই থিয়েটারের নেশায় একেবারে নষ্ট হইয়াছে । আজ দেখিতেছি, মেঘনাদবধের অভিনয় হুইবে । অতএব সন্ধ্যার পর তোমাদিগকে অভিনয় দেখিতে লইয়া আসিব । বাসায় যাইয়া দেবতারা পদপ্রক্ষালন ও সন্ধ্যা আহ্নিক সারিয়া অভিনয় দেখিতে চলিলেন।_র্তাহারা বঙ্গভূমে প্রবেশ করিা দেখেন, দর্শকে_স্থান

  • হুখের বিষয় আজকাল বাবু দ্বিজেন্দ্রলাল রায়, ক্ষীরোদপ্রসাদ বিস্তাবিনোদের স্থায় দুই একজন শিক্ষিত ব্যক্তি নাটক লিখিতেছেন। বাৰু গিরিশচন্দ্র ঘোষ ও অমৃতলাল বস্থর দ্বারা বাঙ্গালা রঙ্গমঞ্চের অনেক উন্ন সাধিত হইয়াছে—সম্পাদক । - -

●"。