পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা দেবগণ আভোপান্ত অভিনয় দেখিয়া সন্তুষ্ট হইলেন । রাবণের খেদোক্তিতে র্তাহীদের চক্ষু হইতে অশ্র পতিত হইতে লাগিল। পিতামহ বলিলেন, *এই পুস্তক রচয়িতা একজন স্বকবি বটে। বরুণ, ই হার নাম কি ?” বরুণ। ই হার নাম মাইকেল মধুসূদন দত্ত । ব্ৰহ্মা। মাইকেল । তুমি তার বিষয় আমাকে বল । বরুণ। ইনি ১৮২৮ খ্ৰী: অৰে যশোহরের অন্তঃপাতী সাগরদাড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন । ই হার পিতার নাম রাজনারায়ণ দত্ত। ইনি হিন্দু কলেজে বিস্তাশিক্ষা করেন এবং ১৬১৭ বৎসর বয়ঃক্রমকালে খ্ৰীষ্টান হন । তজন্ত মাইকেল নাম হইয়াছে। খৃষ্টধৰ্ম্ম গ্রহণ কহিবার পর ইনি বিশঙ্গ কলেজে গ্রীক ও ল্যাটিন ভাষা শিক্ষা করিয়া মন্দ্রিাজ যাত্রা করেন । তথায় যাইয়া মন্দ্রিাজ কলেজের প্রধান শিক্ষকের কন্যাকে বিবাহ করেন । ২৩ বৎসর বয়ঃক্রমকালে ইনি ইংরাজী ভাষায় একখানি পন্ত গ্রন্থ প্রচার করেন এবং : ঐ স্থানের “এথিনিয়ম” নামক একখানি ইংরাজী সংবাদপত্রের সহকারী: সম্পাদক নিযুক্ত হন । ইনি কিছু দিন মন্দ্রিাজ কলেজে শিক্ষকতা কার্ষ্য. করিয়া সন্ত্রীক বাক্ষলাদেশে প্রত্যাগভ হন এবং কলিকাতায় একটী কেরাণীগিরি কৰ্ম্ম করেন । ১৮৫৮ সালে ইনি রত্নাবলী নাটকের ইংরাজীতে অম্বুবাদ করেন । , তৎপরে শৰ্মিষ্ঠী, পদ্মাবতী নাটক, তিলোত্তমাসম্ভব কাব্য, বুড়ে। শালিকের ঘাড়ে রেী, মেঘনাদবধ কাব্য, ব্ৰজাঙ্গনা কাব্য, কৃষ্ণকুমারী নাটক এবং বীরাঙ্গন কাব্য প্রণয়ন করেন । ১৮৩২ সালে ইনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্বত্বেবিলাতে আইন শিক্ষা করিতে যান। তথায় ইনি চতুর্দশপদী কবিতাবলী রচনা করেন। ইনি জীবনের শেষ দশাতে হেক্টর বধ নামক একখানি গদ্য গ্রন্থ রচনা করিয়াছিলেন। ১৮৩৭ খ্ৰীঃ অব্দে মধুসূদনের মৃত্যু হইয়াছে। অর্থাভাবে ইহার আলিপুর দাতব্য চিকিৎসালয়ে মৃত্যু হয়। কথা কহিতে কহিতে দেবগণ বাসায় জাসিয়া শয়ন করিলেন। তৎপক দিন উঠতে তাহাদিগের কিছু বিলম্ব হইল। যখন সকলে উঠিয়া মুখ হাত, ধৌত করিতেছেন, তখন পিতামহ কহিলেন, “বরুণ ! চোলকের বাস্ত বাজে কোথায় ?” বরুণ। বারোইন্ধারিতলায় বোধ হয় যাত্রা হইতেছে, শুনিতে যাইবেন }, ৱন্ধ৷ হানি কি ? মর্ত্যে জার কিছু থাক, না থ’ক রং তামাসা বিলক্ষণআছে । নারায়ণ চল, গান গুনে জাপি । • - l , - . , 愛?ツ.*