পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্তো আগমন নারা । আমি আর যাব না, আপনারা যান । ইন্দ্র । তুমি যাবে না কেন ? নারা । গিয়ে কি ক’রবো ? হয়ত গিয়ে দেখবো কতকগুলো ছেলেকে কৃষ্ণ রাধিক সাজাইয়ে ননী মাখন চুরী করাইতেছে। বরুণ। না—না—আধুনিক দলে ওসব নাই। - নারা । যে দলটার গান হচ্ছে, আধুনিক কি সাবেক—তুমি কেমন ক’রে জানলে ? বরুণ। সাবেক হইলে ঢোলের শব্ধের পরিবর্তে খোল করতালের খচামচ শৰ হইত। নারা । তবে চল । সকলে যাত্রা শুনিতে যাইয়া দেখেন—আসরটা যাত্রার দলেই পরিপূর্ণ। সকলের সাজ পোষাকও চমৎকার । এই সময় বালক "অভিমন্ত্র্য" সপ্তরর্থী কর্তৃক পরিবেষ্টিত হইয়া বিলক্ষণ বীরত্ব প্রকাশ ও তৎসহ খেদ উক্তি করিতেছিলেন । ইক্স । বরুণ ! এ যাত্রার দলটী ত মন্দ নহে। ইহারা থিয়েটারের ন্যায় সুন্দর অভিনয় করিতেছে । তদ্ভিন্ন থিয়েটারে পয়সা খরচ ব্যতীত কেহ দেখিতে কিংবা শুনিতে পায় না, ইহাদের অবারিত স্বার। ইহাদিগের দ্বারা বোধ হয় বঙ্গভাষারও সমূহ উন্নতি হইতেছে। কারণ, ইতর শ্রেণীর মধ্যেও ইহা দ্বারা ক্রমে সাধুভাষা প্রচলিত হওয়া সম্ভব। যতক্ষণ না যাত্রা ভাঙ্গিল, দেবগণ দাড়াইয়া দাড়াইয়া শুনিলেন । অভিনেতাদিগের মূছ যাওয়া দেখিয়া সকলে ধন্যবাদ দিতে লাগিলেন । নারায়ণ কহিলেন, “ইহাদের আমি এই আশ্চর্ঘ্য দেখিতেছি, দাড়াইয়া সটাং মৃচ্ছ। যাইতেছে, অথচ আম্বাত পাইতেছে না ।” ব্ৰহ্মা বরুণ ! এ প্রকার যাত্রার দল কতগুলি জাছে এবং দলটির অধিকারী কে ? : বরুণ । এ প্রকার যাত্রার দল সম্প্রতি অনেক হইয়াছে ; অনেক ভদ্রলোক চাকরীর শোচনীয় অবস্থা দেখিয়া যাত্রার দল করিতে আরম্ভ করিয়াছে, তন্মধ্যে ব্ৰজমোহন স্বায়, আশুতোষ মুখোপাধ্যায়, গণেশচন্দ্র উকীল, মতিলাল রায়, ৰেী-কুণ্ডু এবং যাদবচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতি অনেকগুলি জ্বল শ্রেষ্ঠ । ষে দলটির গান শুনিলেন, ইহার অধিকারীর নাম ব্রজমোহন