পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাত{ করিয়া বৃত্তি প্রাপ্ত হইতেন। ইনি পঠদ্দশায় স্তার জন পিটার গ্রান্ট প্রদত্ত পুরস্কার লাভ করেন । ১৮৩৬ খৃঃ অব্দে ইনি কলেজ পরিভাগ করিয়া কলিকাতা পবলিক লাইব্রেরির ডেপুটী লাইব্রেরিয়ান হন। এই লাইব্রেরি পূৰ্ব্বে এসপ্লানেড রোডে ডাক্তার টুঙ্গর বাটতে ছিল। মুদ্রণযন্ত্রের স্বাধীনতাদাতা সার চার্লস মেটকাফ যখন সাধারণের চাদাতে গঙ্গাতীরে মেটকাফ হল প্রতিষ্ঠা করেন, তখন সেইস্থানে উঠিয়া যায়। প্যারীচাঁদ ক্রমে এই লাইব্রেরির লাইব্রেরিয়ান, সেক্রেটারি ও কিউরেটার পর্য্যস্ত হন । ১৮৩৭ খৃঃ অব্দে ইনি প্রসিদ্ধ বাগী জর্জ টমশনের সহিত মিলিয়া ব্রিটিশ ইণ্ডিয়ান সোসাইট নামে সভা স্থাপন করেন। ই হারই চেষ্টায় বেথুন সাহেব কর্তৃক বেথুন স্কুল স্থাপিত হয় । ইনি রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের সহিত মিলিয়া "জ্ঞানাম্বেষণ" ও রামগোপাল ঘোষ এবং রসিককৃষ্ণ মল্লিকের সাহায্যে “বেঙ্গল স্পেক্টেটর" পত্র বাহির করেন। মাসিক পত্র নামে প্রথম বাঙ্গাল। সাময়িক পত্রের ইনিই জন্মদাতা । গবর্ণর সার উইলিয়ম গ্রে ইহাকে বেঙ্গল কাউন্সিলের মেম্বর করেন । ই হারই যত্বে ১৮৬৯ খৃঃ অব্দে পশুদিগের প্রতি নিষ্ঠুরতা নিবারণ জন্য আইন পাশ হয় । ইনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের একজন ‘ফেলো”—একজন পুরাতন জষ্টিস্ অব দি পিস ও অনরারি ম্যাজিষ্ট্রেট ছিলেন। ইনি একেশ্বরবাদী। ১৮৮২ খৃঃ অশ্বে প্যারীচঁাদ কর্ণেল অলকট, ভারতবর্ষে আসিলে থিয়সভিই সম্প্রদায়ভুক্ত হন । ১৮৮৩ অব্দের ২৬শে নবেম্বর ই হার উদরী রোগে মৃত্যু হয় । “আলালের ঘরের ছলাগ” নামক পুস্তক, ‘অভেদী,” “কৃষিপাঠ,” “যৎকিঞ্চিং,* *মদ খাওয়া একি দায়, জাত থাকে না কি উপায়,” ”বামাতোষিণী,” “রামরঞ্জিকা,” “আধ্যাত্ত্বিক” এবং রামকমল সেন ও কোলসওয়াদিগ্রান্ট সাহেবের জীবনচরিত লেখেন। সঙ্গীতশাস্ত্রে ইহার বিশেষ বুৎপত্তি ছিল । ইহার শরণার্থে মেটকাফ হলে একখানি অয়েল পেন্টিং ও টাউন হলে এক প্রস্তরমূৰ্ত্তি স্থাপিত হইয়াছে। দেবগণ মেছুয়াবাজার রাস্তা দিয়া যাইতেছিলেন, এমন সময় বীণা থিয়েটারের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন । ইন্দ্র। বরুণ ! এ থিয়েটার কাহার ? - বরুণ। থিয়েটারটা পূৰ্ব্বে কবিবর ক্রযুক্ত রাজকৃষ্ণ রায় মহাশয়ের ছিল । ই হার "অবসর সরোজিনী” প্রভৃতি কতকগুলি তাল ভাল কবিতা পূঞ্চক আছে । , , 魏>翁