পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন প্রলোভন দেখাইয়া দিল্লীতে যাইতে কহেন। তিনি অর্থ যে অকিঞ্চিৎকর বঞ্জ, তাহা বিশেষরূপে বুঝাইয়া পাটনা-নিবাসী তানসান নামক ১৯২০ বৎসরের নিজ শিস্যকে সম্রাটসহ পাঠাইয়া দেন। তানসান দিল্লীতে যাইয়া মুসলমানধৰ্ম্ম গ্রহণ করেন ।* ইহার পর সকলে পুলিনে যাইয়া উপস্থিত হইলে পদ্মযোনি জিজ্ঞাসা করিলেন, “শ্রীকৃষ্ণ এখানে কি লীলা খেলেন ?” বরুণ । এই স্থানে তিনি গোপীদিগের সহিত কেলি করিতেন । এখানে লালাবাবুর কৃত এক কৃষ্ণমূৰ্ত্তি আছে। এই লালাবাৰু শেষ-দশাতে সংসারধর্ণ পরিত্যাগ করিয়া এখানে আসিয়া বৈষ্ণব হইয়াছিলেন । ব্ৰহ্মা। লালাবাবু বৈষ্ণব হন কেন ? বরুণ । কথিত আছে এক ধীবরপত্নী মৎস্য বিক্রয়ের টাকা চাহিতে আসিয়া কহে “বেলা গেল—পারে যাব কখন ?” এই কথা শ্রবণে লালাবাবুর মনে উদয় হইল—“বেলা অর্থাৎ জীবন প্রায় গত হইল, পারে যাব অর্থাৎ কখন এ দ্বস্তর ভবনদী কি প্রকারে পার হব ?” এই ভাবিয়া সংসারে তাহার বৈরাগ্য হয় । তিনি বৈষ্ণবধৰ্ম্ম গ্রহণ করেন। ব্ৰহ্মা। সেই মহাপুরুষ এখানে আসিয়া কি কি সৎকাৰ্য্য করিয়াছিলেন ? এই কথাতে বরুণ দেবগণকে লইয়া লালাবাবুর কুঞ্জের দ্বারে উপস্থিত হইয়া দেখেন, বিস্তর লোক খাতাপত্র লইয়া হিসাব করিতেছে। দেবতারা এক-এক টাক ভেট দিলে একজন কেরাণী খাতাতে র্তাহাদের নাম ও কুঞ্জের ঠিকানা লিখিয়া লইয়া, কত দিন বৃন্দাবনে আছেন জিজ্ঞাসা করিয়া লইলেন। ব্ৰহ্মা। বরুণ । তুমি লালাবাবুর বিষয় আমাকে বল। বরুণ। ইনি মুরশীদাবাদ জেলার অন্তর্গত জেমোর্কাদি-নামক স্থানে জন্মগ্রহণ করেন ; জাতিতে কায়স্থ। গবর্ণর হেষ্টিং সাহেবর দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহের ইনি পৌত্র। ইহার প্রকৃত নাম দেওয়ান কৃষ্ণচন্দ্র সিংহ। ইনি কিছু সময়ের জঙ্ক কটক ও বৰ্দ্ধমানের কালেক্টরের দেওয়ানী করিয়াছিলেন । লালাবাবু যৌবনকালেই সংসার হইতে অবসর লইয়া বৃন্দাবনে যাইয়া বাস করেন। ঐ স্থানে মন্দির ও রাধা-কাঙ্ক নামক সরোবর প্রতিষ্ঠা করেন। ইহার পর দেবগণ ঠাকুরবাড়ির মধ্যে প্রবেশ করিলে বরুণ কহিলেন, “লালাবাৰু ●编