পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ব্যে আগমন ব্ৰহ্মা । ভাল বরুণ, রাজকৃষ্ণ বাবু একজন উচ্চদরের কবি হইয়া আবার থিয়েটার করিলেন কেন ? বরুণ । আঞ্জে, ইনি বেঙ্গল থিয়েটারে প্রহ্লাদচরিত্র প্রভৃতি উৎকৃষ্ট উৎকৃষ্ট পুস্তক লিখিয়া দিয়া তাহদের যেমন গৌরব বৃদ্ধি করেন, তাহারা তাহার তাদৃশ সম্মান রক্ষা না করায় বীণ থিয়েটারের জন্ম হয়। ব্ৰহ্মা। রাজকৃষ্ণ রায়ের বিষয় বল ? বরুণ । বৰ্দ্ধমান জেলার অস্তগত রামচন্দ্রপুর নামক একটী ক্ষুদ্র পল্লীতে ই হার জন্ম হয় । ই হার পিতার নাম রামদাস রায় । জাতিতে তিলি । তিনি নিতান্ত দরিদ্র ছিলেন । রাজকৃষ্ণ অতি শৈশবে পিতৃমাতৃহীন হন । ই হার আত্মীয় স্বজন কেহই ছিল না ; সুতরাং শৈশবেই অত্যন্ত দুঃখে পতিত হন এবং পরের অনুগ্রহে সামান্ত মাত্র লেখা পড়া শিক্ষা করেন । বাল্যকাল হইতেই ই হার কবিতা লেখা অভ্যাস থাকায় অনেকগুলি সংবাদপত্রে কবিতা লিখিতেন, শেষে ১২ টাকা বেতনে কলিকাতার একটা ছাপাখানায় ইহার কৰ্ম্ম হয়। ঐ টাকা হইতে কিছু কিছু সঞ্চয় করিয়া স্বয়ং প্রেস করেন এবং অবসর সরোজিনী প্রথম ও দ্বিতীয় ভাগ, নিশীথ চিন্তা, হিরন্ময়ী কিরণয়ী প্রভৃতি উপন্যাস ও পন্থাম্ববাদ রামায়ণ ও মহাভারত এবং তারকসংহার, হরধমুভঙ্গ, তরুণীসেন বধ, প্ৰহলাদচরিত্র প্রভৃতি নাটক লেখেন। ১৩০ • সালের ২৮ ফান্ধন রবিবার ই হার মৃত্যু হইয়াছে। দেবগণ একস্থানে উপস্থিত হইয়া কহিলেন, “বা ! বেশ কীৰ্ত্তন গাইছে।” নারায়ণ কহিলেন, “অনেকগুলো মাগীর গলা, বোধ হয় সম্মুখের এই বাড়ীটেতে শ্ৰাদ্ধ আছে।” বলিয়া, সকলে উপরে উঠিয়া দেখেন, মধ্যস্থলে বেদীর উপর এক ব্যক্তি চক্ষু মুদ্রিত করিয়া বলিয়া আছেন। তাহার দুই পার্থের বেঞ্চিতে কতকগুলি স্ত্রীলোক এবং সম্মুখের বেঞ্চিগুলিতে পুরুষের চক্ষু মুদ্রিত করিয়া বসিয়া আছে । রবিবার স্বতরাং বিস্তর কলেজের ছেলে স্ত্রীলোকদিগের বেঞ্চির নিকট গিয়া বসিয়াছে। তাহাদের চক্ষু মুদ্রিত নহে, কেবল এক দৃষ্ট্রে চাহিয়া দেখিতেছে ও মধ্যে মধ্যে চিমটি কাটিতেছে ; কেহ কেহ ভাবিতেছে— ব্ৰাহ্ম হ'লে হয় । . . ইন্দ্র । বরুণ ! এ ত শ্ৰাদ্ধবাড়ী নয় ? এ স্থানের নাম কি ? বরুণ । এ স্থানের নাম সাধারণ ব্রাহ্ম সমাজ । কেশবচন্দ্র সেন কুচবেহারে মেয়ের বে দেওয়াতে কতকগুলি ব্রাহ্ম তাহার সমাজ পৰিত্যাগ ويهة ها.