পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা बका । बझ१ । श्रांभां८क छूर्शीछब्रभं लांब दिवञ्च दल । বরুণ। ই হার পিতার নাম প্রাণকৃষ্ণ লা। ইহাঙ্গের আদি বাস চুচুড়ায়। প্রাণকৃষ্ণ লা একজন বিখ্যাত সদাগর ও সম্রাস্ত লোক ছিলেন। দুর্গাচরণ ল। ১৮২৩ সালে জন্মগ্রহণ করেন । ইনি হিন্দুকলেজে বিদ্যা শিক্ষা করিয়াছিলেন। বিদ্যালয় ছাড়িয়া ইনি বাণিজ্য ব্যবসা আরম্ভ করেন। এক্ষণে ব্যবসার দ্বারায় যথেষ্ট সন্ত্রম ও বিষয় করিয়াছেন । কলিকাতার এমন ইংরাজ বাণিজ্যাগার নাই, যাহার ইনি বেনিয়ান নহেন । বাঙ্গালির মধ্যে একমাত্র ইনি পোর্ট কমিসনারের পদ পাইয়াছেন। ইনি 'জসটিস অব দি পিস, ফেলো অব, দি ইউনিভারসিটি, মেওইাসপাতালের গবর্ণর এবং বেঙ্গল নেটিভ কাউন্সেলের মেম্বর । ই হার ভ্রাতার নাম শুামাচরণ লা । দুর্গাচরণ লা কলিকাতা ইউনিভারসিটিকে এ • হাজার টাকা দান করিয়াছেন । ইনি গবর্ণমেন্ট বস্তৃক মহারাজা উপাধি প্রাপ্ত হইয়াছেন । নারা । ঠনঠনে কিসের জন্ত বিখ্যাত ? বরুণ । পুস্তক ও চটিজুতার দোকান এবং অমুক ঘোষের জঙ্ক বিখ্যাত । এখান হইতে মেছুয়াবাজার ষ্ট্রীট দিয়া রাজা দিগম্বর মিত্রের বাটীর নিকট উপস্থিত হইলে পিতামহ কহিলেন, “এ বাড়ীটি কাহার ?” बङ्गु । ब्रtछा क्रािंइच्न बिरङ्गग्न । ইন্দ্র । তুমি আমাদিগর্কে এই রাজার বিষয় সংক্ষেপে বল । বরুণ । ইনি ১২৯৩ সালে কোন্নগরে জন্মগ্রহণ করেন । ই হার পিতাৰ নাম শিবচন্দ্র মিত্র। ইনি ৮/৯ বৎসর বয়ঃক্রমকালে কলিকাতায় জাসিয়া ইংরাজী শিক্ষা করিতে আরম্ভ করেন। ইনি প্রথমে হেয়ার স্থলে, পরে হিৰু কলেজে অধ্যয়ন করিয়াছিলেন। ১৯ বৎসর বয়ঃক্রমকালে ইনি মুরশীদাৰা নিজামত কলেজের শিক্ষক নিযুক্ত হন। তৎপরে রাজসাহীর কালেক্টরির প্রধান কেরাণী হইয়া যান। ইহার কিছু দিন পরে মুর্শীদাবাদের খাসমহল বন্দোবস্তের ভার প্রাপ্ত হন । ইহার পর কাশীমবাজারের রাজা কৃষ্ণনাখ স্বায়ের বিষয় সম্পত্তির তত্ত্বাবধায়ক নিযুক্ত হইয়াছিলেন। উক্ত রাজা ইহাকে কতকগুলি টাকা দেন। ঐ টাকায় ইনি নিজের উপার্জিত টাকা যোগ করি। মুরশীদাবাদে একটি রেসমের ও কোয়ার কারবার খুলেন । এই ব্যবসায়ে ইনি বিলক্ষণ লাভবান হুইয়া তিনটী রেসমের কুঠি চালাইতে থাকেন। ইহার পর ইনি ছাপরা জেলায় দুটা নীলের কুঠি ক্রয় করিয়াছিলেন । এইরূপে বাণিজ্য ●常