পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেৰগণের মর্ষ্যে আগমন দ্বারা ইনি যথেষ্ট সঙ্গতি করিয়া জমীদারি খরিদ করেন এবং কলিকাতায় বাস করেন। ১৮৪১ জন্ধে ব্রিটিশ ইণ্ডিয়ান এসোসিয়েসন সভা সংস্থাপিত হইলে প্রথমে ইনি ঐ সভার সভ্য এবং পরে অবৈতনিক সহকারী সম্পাদকের পদ প্রাপ্ত হন । ইহার পর ইনি এই সভার সভাপতি নিযুক্ত হইয়াছিলেন। ১৮৬৪ অস্বে ম্যালেরিয়া জবের কারণ অনুসন্ধানার্থ যে কমিসন নিযুক্ত হয়, ইনি সেই সভার সভ্য ছিলেন । ১৮৬৫ অব্দে ইনি বাঙ্গালা ব্যবস্থাপক সভার সভ্য নিযুক্ত হন । ইনি এ প্রদেশীয় দাতব্য সভার সভ্য ছিলেন । ইনি বাটতে s •}৬৪ জন দরিদ্র ছাত্রকে রাখিয়া প্রতিপালন করিতেন । এই উপলক্ষে মাসিক প্রায় ২৩ শত টাকা ই হার বায় হইত । ১৮৪৬ অব্দে গবর্ণমেন্ট হইতে ইহাকে সি, এস, আই এবং দিল্লীর দরবারে রাজা উপাধি দেওয়া হইয়াছিল ; কিন্তু ইহাকে রাজা উপাধি বেশীদিন ভোগ করিতে হয় নাই ; ব্ৰহ্মা ! সকলই অদৃষ্ট ! এখীন হইতে যাইয়া তাহারা একটী সমাজগৃহের মধ্যে প্রবেশ করিলেন । পিতামহ কহিলেন, “এ স্থানের নাম কি বরুণ ?” - বরুণ । ইহার নাম ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ । মহৰি দেবেন্দ্রনাথ ঠাকুরের সহিত বাবু কেশবচন্দ্র সেনের মতের বিরোধ হইলে, তিনি ঐ দল হইতে স্বতন্ত্র হইয়। ১৭৮৮ শকে এই সমাজট সংস্থাপন করেন । . ১৭৯১ শকে এই সমাজ মন্দিরটি প্রতিষ্ঠিত হইয়াছে। ১২৭৭ সালে ব্রাহ্মমন্দিরের প্রকাশু স্থানে ব্রাক্ষিকাদিগকে বসিবার আসন প্রদান করা হয় । ** ইন্দ্র। আদি ব্রাহ্মসমাজ এবং ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজে প্রভেদ কি ? . বরুণ । এ সমাজে পৈতাফেলা ও দাড়ি রাখা ব্রাহ্ম না হইলে প্রবেশাল্লুমতি নাই । দাড়ি দেখেই সেনের দল চিনিতে পারা পারা যায়। তভিন্ন ইহার হরিনাম সংকীৰ্ত্তন করিয়া থাকেন। নারা । এ সমাজটী ত বেস । ইন্দ্র। বেস না হবে কেন, এরা যে ছকুল রাখচেন । - বরুণ । দুকুল নয়, এরা আজকাল বেদ, কোরাণ, বাইবেল, সকল কুলই রাখচেন। শেষকালে যে কুলে গিয়ে কিনারা হয় । ব্ৰহ্মা । বরুণ ! কেশবচন্দ্র সেনের জীবনচরিত বল । - বরুণ। ইনি ১৮৩৮ অৰে কলিকাতায় জন্মগ্রহণ করেন। ইনি রামকমল সেনের পৌত্র এবং প্যারীমোহন সেনের পুত্র। ইহার অল্প বয়সে • •, - -