পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা পিতৃবিয়োগ হওয়ায় বিধবা মাতার সহিত বাল্যকাল হইতে নিরামিষ খেয়ে খেয়ে ই হার আমিষ ভোজনের প্রতি বিদ্বেষ জরিয়া গিয়াছে । ইনি বাল্যকাল হইতে হিন্দু কলেজে বিষ্ঠা শিক্ষা করিয়াছিলেন। ১৮৫৫ অবো ইনি কলুটোলায় একটি নাইট, স্কুল স্থাপিত করিয়া নিজে তাহার সম্পাদক হন । ইহার পর ইনি গুড উইল ফাটানিটি নামক এক সভা স্থাপনা করেন। এই সময় হইতে ই হার বক্তৃতা করা অভ্যাস হইতে থাকে। ইনি কলেজ পরিত্যাগের পর ২৫ টাকা বেতনে টাকশালে একটী কেরাণীগিরি কৰ্ম্ম পাইয়াছিলেন । এই সময় হইতে ই হার ধৰ্ম্মতৃষ্ণ প্রবল হয় এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের সহিত যাইয়া আলাপ করেন । ১৮৫৯ অব্দে ইনি উক্ত ঠাকুরের সহিত সিংহল যাত্রা করেন এবং তথা হইতে প্রত্যাগমন করিয়া ২৫ টাকা বেতনে বেঙ্গল ব্যাঙ্কে একটী কেরাণীগিরি কৰ্ম্ম লন । কিন্তু হস্তাক্ষর সুন্দত্ব থাকায় অল্প দিন মধ্যে পঞ্চাশ টাকা পৰ্ধান্ত বৃদ্ধি হইয়াছিল । এই সময় ইনি ইয়ং বেঙ্গল নামে একখানি পুস্তক প্রচার করেন । ইহার পর ইনি ব্রাহ্মধৰ্ম্ম প্রচার জন্য বোম্বাই ও মাদ্রাজ যাত্রা করিয়াছিলেন । ইনি জাতিভেদ স্বীকার করেন না। বিধবা ও অসবর্ণ বিবাহ প্রচলন, ব্রান্ধিকা সভা সংস্থাপন প্রভৃতি অনেকগুলি নূতন নূতন কাজ করিয়াছেন । ১৮৬১ অব্দে ইনি ধৰ্ম্ম প্রচার ব্রতে ব্ৰতী হইয়া ব্যাঙ্কের কৰ্ম্ম পরিত্যাগ করেন । এই সময় ব্রাহ্মদলের মধ্যে মতভেদ উপস্থিত হইয়া গৃহবিচ্ছেদের সূত্রপাত হয়। ১৭৮৬ শকে ধৰ্ম্মতত্ত্ব পত্রিক প্রচার হইতে আরম্ভ হয় । এই সময় ইনি ইণ্ডিয়ান মিরারের সম্পাদক হইয়াছিলেন । ১৭৮৮ শকে সাধারণ ব্রাহ্মদিগের এক প্রকাশু সভা করিয়া ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ সংস্থাপন করেন এবং ইহার কিছুদিন পরে সশিশু সিমলা যান। সিমলায় লৰ্ড লরেন্স ইহাকে সমাদরের সহিত অভ্যর্থনা করিয়াছিলেন । এই স্থানে ইনি বিধবা বিবাহ বিধিবদ্ধ করিৰার প্রস্তাব করেন। সিমলা হইতে প্রত্যাগমন সময় মুঙ্গেরে আসিয়া কিছু দিন অবস্থিতি করিয়াছিলেন। ঐ স্থানের ব্রান্ধের ইহাকে অসঙ্গত ভক্তি দেখায় এবং ইনিও তাঁহাতে বাধা না দেওয়ায় অনেকের মনে সংস্কার জন্মিয়াছিল যে, কেশব বাবু অবতার হইবার চেষ্টা করিতেছেন। ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ অনেক দিন পর্য্যস্ত র্তাহার গৃহে হুইত, তৎপরে ১৭৯১ শকে এই ব্ৰাহ্মমন্দির প্রতিষ্ঠ হইলে উঠিয়া আইসে। ঐ সালে কেশব বাৰু বিলাতে যাত্রা করেন। বিলাতে ইনি যথেষ্ট সমাদর প্রাপ্ত হইয়াছিলেন এবং তথাকার লোকে ইহায় శ్రీ ఆఫీ بیانی سسة ع