পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন বক্তৃতায় যথেষ্ট প্রশংসা করিয়াছিলেন । ইনি তথায় ভারতবন্ধীয়ের প্রতি ইংলণ্ডের কৰ্ত্তব্য বিষয় একটা চমৎকার বকৃত করেন । ঐ বক্তৃতায় সেখানকার অনেক ইংরাজ রাজপুরুষ চটিয়াছিলেন । কুমারী কলেট নামক এক রমণী ইহার ইংলণ্ডের বক্তৃতা সকল পুস্তকাকারে প্রচার করিয়াছিলেন । ইনি বিলাত হইতে প্রত্যাগমন করিয়া ভারতসংস্কারক সভা সংস্থাপিত করেন । এই সময় এক পয়সা মূল্যের স্থলত সমাচার প্রচার হয়। ঐ পত্র এই সভার অধীনে আছে। এই সময় ইণ্ডিয়ানমিরার দৈনিক আকারে হয় । ইনি আলবার্ট হল নামক একটি দালান প্রস্তুত করিয়া কলিকাতার বাঙ্গালীদিগের বিশেষ অভাব মোচন করিয়াছেন । বাঙ্গালা ভাষায় ই হার বিলক্ষণ অধিকার ছিল । ইনি বাঙ্গালা ভাষার শ্ৰীবৃদ্ধিকারীদিগের একজন অগ্রগণ্য । কয়েক বৎসর পূৰ্ব্বে ইনি কুচবেহারের বালক মহারাজের সহিত নিজ কন্যাব বিবাহ দেন। ঐ বিবাহের পর হইতে ইনি বড় অন্যায় করিতেছিলেন-কখন বলেন “ঈশ্বর শিওরে বসিয়া আদেশ দিলেন ।” কখন বলেন “মঙ্ক হইতে মহম্মদ দেখা করিতে আসিয়াছিলেন এবং যিশুখৃঃ পত্র লিখিয়াছেন, তদ্ভিন্ন প্রতি বাৎসরিক উৎসবে একটা নূতন কাও দেখাইলেছেন এবং ক্রমে ক্রমে সমাজগৃহে যোগ, যাগ, হোম আরতিও আরম্ভ হইয়াছে। কখন ইনি "হরি হরি হরি” বলিলে মুচ্ছৰ্ণ যান এবং কখন কখন “সখী” সেজে নৃত্য করেন। সম্প্রতি বেদ, কোরাণ, বাইবেলের সারাংশ লইয়া নববিধানের স্থষ্টি করিয়াছেন ।** ব্ৰহ্মা । লোকে সাকার ভজে নিরীকার পায়, কেশব দেখছি নিরাকার ভজে শেষে সাকার লাভ করিলেন ; এ দলে কতগুলি ব্রাহ্ম আছেন ? বরুণ । বেশী নাই । যে কয়েকজন আছেন, তন্মধ্যে ভাই প্রতাপচত্র মজুমদার, ভাই উমানাথ গুপ্ত, ভাই অমৃতলাল বস্ব, ভাই ত্রৈলক্যনাথ মিত্র এবং ভাই প্রসন্নকুমার সেন বিখ্যাত । ইন্দ্র। বরুণ ! তুমি প্রত্যেক নামের পূর্বে এক একটি "ভাই" শব্দ যোগ করিলে কেন ? جمعبہ বরুণ ই হার রেভারেও ভাই নামক একটা "ভাই" উপাধির স্বাক্ট করিয়াছেন এবং পরস্পর পরম্পরকে ভাকিবার সময় ঐ উপাধিত্তেই ভাকিয়া থাকেন ।

  • ১৮৮৪ খ্ৰীঃ অশ্বের ৮ই জানুয়ারি ইনি কলেবর পরিত্যাগ করিয়াছেন।

ఆ • శి